Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: পাতকিনী - মাসুদ রানা সিরিজ

লিখেছেন: মাসুদ আহমেদ আদী
বইঃ পাতকিনী
সিরিজঃ মাসুদ রানা
লেখকঃ কাজী আনোয়ার হোসেন।

রিভিউঃ
মাসুদ রানার সাথে কোনও অভিযানে যদি সোহানা থাকে তাহলে কার কেমন লাগে জানিনা, কিন্তু আমার কাছে চরম লাগে।রানার কোনও অভিযানে সোহানা থাকলে সেটা হয়ে উঠে অনেক উপভোগ্য।কোনভাবেই বোরিং লাগার সুযোগ নাই।

আর সেটা যদি হয় মায়ানদের গুপ্তধন উদ্ধারের অভিযান তাহলে তো কথাই নেই।
হ্যাঁ, এবার রানা যাচ্ছে সুদূর গুয়াতেমালায় মায়ানদের গুপ্তধন উদ্ধারে।
মেক্সিকোর কাছে-পিঠে একটা ইয়ট নিয়ে ছুটি কাটাচ্ছিল রানা সোহানা।পাশাপাশি ক্যালিফোর্নিয়ার স্যান্টা বারবারা ইউনিভার্সিটির মেরিন বায়োলজির বিজ্ঞানীদের তরফ থেকে একটা কাজও জুটে গেল।সাগরে নেমে চিহ্নিত করতে হবে শ্বেতহাঙর।এই কাজ আগেও করেছে রানা সোহানা। ঝুঁকি আছে বলেই এই কাজে মজা খুঁজে পায় ওরা। তাছাড়া খরচাপাতি যা লাগে তা ইউনিভার্সিটি তো দিচ্ছেই।
এই সময়ে মেক্সিকোয় আঘাত হানে ভয়ানক ভূমিকম্প।খবর পেয়ে রানা সোহানা ছুটে যায় ত্রান নিয়ে।ওখানে আকস্মিকভাবেই আবিস্কার করে মায়ান এক রাজপুরুষ এর মামি আর মহামূল্যবান মায়ান কোডেক্স।
কোডেক্স এর কোড ব্রেক করতে সাহায্য করে বাঙালী প্রফেসর ড. আক্তার রশিদ এবং রানা এজেন্সির ক্যালিফোর্নিয়া শাখাপ্রধান সালমা আলী।
এই রকম একটা অভিযানের কাহিনী তে ভিলেন না থাকলে কেমন যানি খাপছাড়া লাগে, তাই না?
এই বইয়ে রানা সোহানার প্রতিদ্বন্দ্বী ব্রিটিশ যুবতি এলেনা হিউবার্ট।ধনী বাবার বখে যাওয়া মেয়ে।টাকার জোড়ে সবকিছু নিজের করে নিতে চায়।কৌশলে কব্জা করে নেয় রানাদের মায়ান কোডেক্স।তারপরেও রানা রা থেমে থাকেনা,ঠিকই অভিযানে যায়। কিভাবে?
সেটা জানতে হলে পড়তে হবে বইটি।
আমি তো এক নিশ্বাস এ পড়ে ফেলেছি বইটি।দেখা যাক আপনি কয় নিশ্বাস এ পড়তে পারেন।পড়ার পর কেমন লাগল জানাবেন।

Post a Comment

0 Comments

Close Menu