Book- Al Hidaya [All Part] | বই- আল হিদায়া [সব খন্ড].pdf
Short Description:Al-Hidaya, One of the most famous,reliable & popular from Hanafi Mazhab.The author of this book 'Imam Burhan Uddin Ali Ibne Abu Bakar [Rh.].The bookis divided into4parts. This Book Bangla Version is published from: Islamic Foundation Bangladesh.
প্রথমে যখন তার ওয়াজ শোনা শুরু করি তখন যখন সোনা এক পর্যায়ে চলে যায় কোরআন এবং হাদিস ঘাটতে শুরু করে তখনই বুঝতে পারি তিনি আসলে প্রকৃত ব্যক্তি আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা জন্মাতে থাকে।কিন্তু কিছুদিন আগেও আমি জানতাম না আসলে তিনি কে এবং কোথায় থাকে যখনই একটু নেট ঘাটাঘাটি করতে গেলাম তখন শুনলাম তিনি জেলে বিষয়টা অনেক কষ্টের ছিল তারপরও মেনে নিতে হয়েছে জানি না এখন তিনি কিভাবে আছে কোথায় আছে তবে দিনের জন্য তার প্রতি অবিরাম ভালোবাসা।। আল্লাহ যেন তৌফিক দান করে তার সাথে যেন একটিবার দেখা করতে পারি।। তার মতে মত দিয়ে জিহাদের যেতে পারি।।।
1 Comments
প্রথমে যখন তার ওয়াজ শোনা শুরু করি তখন যখন সোনা এক পর্যায়ে চলে যায় কোরআন এবং হাদিস ঘাটতে শুরু করে তখনই বুঝতে পারি তিনি আসলে প্রকৃত ব্যক্তি আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা জন্মাতে থাকে।কিন্তু কিছুদিন আগেও আমি জানতাম না আসলে তিনি কে এবং কোথায় থাকে যখনই একটু নেট ঘাটাঘাটি করতে গেলাম তখন শুনলাম তিনি জেলে বিষয়টা অনেক কষ্টের ছিল তারপরও মেনে নিতে হয়েছে জানি না এখন তিনি কিভাবে আছে কোথায় আছে তবে দিনের জন্য তার প্রতি অবিরাম ভালোবাসা।। আল্লাহ যেন তৌফিক দান করে তার সাথে যেন একটিবার দেখা করতে পারি।। তার মতে মত দিয়ে জিহাদের যেতে পারি।।।
ReplyDelete