Book- Al Hidaya [All Part] | বই- আল হিদায়া [সব খন্ড].
সংক্ষিপ্ত বিবরণ: আল-হিদায়া, হানাফী মাযহাবের সবচেয়ে বিখ্যাত, নির্ভরযোগ্য ও জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এই বইটির লেখক ইমাম বুরহান উদ্দিন আলী ইবনে আবু বকর [রহ.]। বইটি ৪টি অংশে বিভক্ত। এই বইটির বাংলা সংস্করণ প্রকাশ করেছে: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।"
প্রথমে যখন তার ওয়াজ শোনা শুরু করি তখন যখন সোনা এক পর্যায়ে চলে যায় কোরআন এবং হাদিস ঘাটতে শুরু করে তখনই বুঝতে পারি তিনি আসলে প্রকৃত ব্যক্তি আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা জন্মাতে থাকে।কিন্তু কিছুদিন আগেও আমি জানতাম না আসলে তিনি কে এবং কোথায় থাকে যখনই একটু নেট ঘাটাঘাটি করতে গেলাম তখন শুনলাম তিনি জেলে বিষয়টা অনেক কষ্টের ছিল তারপরও মেনে নিতে হয়েছে জানি না এখন তিনি কিভাবে আছে কোথায় আছে তবে দিনের জন্য তার প্রতি অবিরাম ভালোবাসা।। আল্লাহ যেন তৌফিক দান করে তার সাথে যেন একটিবার দেখা করতে পারি।। তার মতে মত দিয়ে জিহাদের যেতে পারি।।।
প্রথমে যখন তার ওয়াজ শোনা শুরু করি তখন যখন সোনা এক পর্যায়ে চলে যায় কোরআন এবং হাদিস ঘাটতে শুরু করে তখনই বুঝতে পারি তিনি আসলে প্রকৃত ব্যক্তি আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা জন্মাতে থাকে।কিন্তু কিছুদিন আগেও আমি জানতাম না আসলে তিনি কে এবং কোথায় থাকে যখনই একটু নেট ঘাটাঘাটি করতে গেলাম তখন শুনলাম তিনি জেলে বিষয়টা অনেক কষ্টের ছিল তারপরও মেনে নিতে হয়েছে জানি না এখন তিনি কিভাবে আছে কোথায় আছে তবে দিনের জন্য তার প্রতি অবিরাম ভালোবাসা।। আল্লাহ যেন তৌফিক দান করে তার সাথে যেন একটিবার দেখা করতে পারি।। তার মতে মত দিয়ে জিহাদের যেতে পারি।।।
ReplyDelete