Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: শার্প শুটার - মাসুদ রানা সিরিজ

বইঃ শার্প শুটার
সিরিজঃ মাসুদ রানা
লেখকঃ কাজী আনোয়ার হোসেন।
মূল্যঃ ১২৬ টাকা মাত্র।

রিভিউঃ
হঠাৎ করেই সিরিয়াল কিলারের দৌরাত্ম্য বেড়ে গেছে আমেরিকার লস এঞ্জেলেস এ।অন্যান্য সিরিয়াল কিলিং এর কেস থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য সিরিয়াল কিলারদের টার্গেট থাকে মূলত ধনী ব্যবসায়ী অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব।কিন্তু এবারের কিলার যে বা যারাই হোক তাদের টার্গেটদের কেউ ড্রাগডিলার, কেউ গ্যাংস্টার,কেউ আবার বেশ্যার দালাল, কেউ গডফাদার।

এদিকে রানা এজেন্সির লস এঞ্জেলেস শাখার কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে L.A.P.D(লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট)।লাইসেন্স থাকা সত্বেও ঠিকমত কাজ করতে দিচ্ছেনা রানা এজেন্সিকে।সিরিয়াল কিলারের এক টার্গেটের সাথে মারা পরেছিল রানা এজেন্সিরও এক এজেন্ট 'জনি'।লাশ দেখতে ঘটনাস্থলে গিয়েছিল রানা।কিন্তু ওকে জোড় করে খেদিয়ে দিল L.A.P.D এর ক্যাপ্টেন এর অফিসারস ইনচার্জ রিচার্ড হেইডন।
ঘটনাক্রমে সিরিয়াল কিলিং এর এই কেস আসে রানারই হাতে। কোনওভাবেই এই কেস এর কোনও সুরাহা করতে পারছিল না L.A.P.D। তাই ওখানকার ক্যাপ্টেন উইলিয়াম স্যান্ডফোর্ড এবং পুলিশ কমিশনারদের প্রেসিডেন্ট টমাস উইলিনস্কি অনুরোধ করেন রানা কে কেস টা নেয়ার জন্য।
যেহেতু L.A.P.D এর উপর রানা একটু চটে ছিল, তাই সে জবাব দিল " এসব কেস এর তদন্ত রানা এজেন্সির চীফ হিসেবে করতে পারিনা আমি।আর আপনারাও আপনাদের ডিপার্টমেন্টকে পাশ কাটিয়ে রানা এজেন্সি কে দিতে পারেন না তদন্তের ভার"।তখন টমাস উইলিনস্কি রানাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করান। এবং অফার করেন, বিশেষ ক্ষমতা ব্যবহার করে L.A.P.D এর অনারারী লেফটেন্যান্ট পদে নেয়া হবে রানাকে।
রানা এজেন্সির লস এঞ্জেলেস শাখার শাখাপ্রধান শায়লা মারিয়া কে নিয়ে তদন্তে নেমে পরে রানা।তদন্তে নেমে বুঝতে পারে যারা মারা যাচ্ছে সিরিয়াল কিলিংএ তারা সবাই আইনের ফাঁক গলে বের হয়ে যাওয়া মানুষ।যারা আইন কে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিঘ্নে একের পর এক অপরাধ করে যাচ্ছে। এইসব ঘটনায় কিছু কিছু পুলিশ অফিসার বেজায় খুশি।খারাপ লোকগুলাই তো মারা যাচ্ছে, যাক না। কেমন যেনো একটা গা ছাড়া ভাব।এই তদন্তে যে প্রাইম সাসপেক্ট ছিল সেও হঠাৎ সিরিয়াল কিলার দের এক টার্গেটের সাথে মারা যায়।নতুন করে তদন্তে নামে রানা।আস্তে আস্তে রহস্য উন্মোচিত হতে থাকে রানার কাছে।আর ভিতরে ভিতরে অবাক হতে থাকে রানা আর শায়লা।
যেভাবেই হউক সাস্পেক্ট টের পেয়ে যায় রানার মতিগতি।ঘারে পিস্তল ঠেকিয়ে নিয়ে যাওয়া হয় ওকে হাইওয়ে তে।উদ্দেশ্য রানাকে খুন করে গুম করে দেয়া হবে ওর লাশ, যাতে করে প্রকাশ না পায় কিলারের পরিচয়।
রানা কি পারবে নিজেকে উদ্ধার করতে?পারবে কিলারের সমস্ত জারিজুরি ফাঁস করে দিতে?
জানতে হলে পড়তে হবে শার্প শুটার বইটি।
কথা দিচ্ছি বইটি পড়ে পাঠক নিরাশ হবেন না।

Post a Comment

0 Comments

Close Menu