Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর

রিভিইউ লখেছেন: তাসফিয়া প্রমি

বইয়ের নামঃ নৌকাডুবি
লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর
পৃষ্ঠাঃ ১৫৬
মুল্যঃ
প্রকাশকালঃ ১৯০৬
ক্যাটাগরিঃ চিরায়িত উপন্যাস/ প্রেমের উপন্যাস/সামাজিক উপন্যাস
প্রচ্ছদঃ
প্রকাশনীঃ বিশ্বসাহিত্য ভবন

কাহিনীসংক্ষেপঃ যেহেতু ২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী , সেহেতু কবি গুরুর একটি বিখ্যাত উপন্যাসের রিভিউ দেয়াটা বোধ হয় উচিৎ! নৌকাডুবি, উপন্যাস টি আমি কলেজে
থাকাকালীন এফএম রেডিও তে ধারাবাহিক ভাবে শুনেছিলাম, তখন উপন্যাস টি সম্পর্কে প্রথম জানতে পারি! ২০০৯-২০১০ সালের কথা এটি!
তো এরপরে বইটি পড়া হয়েছে, বেশ ভালই লেগেছিল,কিন্তু মুভিটি আমার কাছে ভাল লাগেনি, কারণ অনেক কাহিনী বাদ গেছে!
তবে রবীন্দ্রনাথের সব উপন্যাস কিংবা কবিতা পড়তে গেলে সুকান্তের একটা লাইন খুব কানে বাজে

আমার প্রার্থনা শোন পঁচিশে বৈশাখ,
আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের,
হতশায় স্তব্ধ বাক্য,
ভাষা চাই আমরা নির্বাক
পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের,
রবীন্দ্রনাথের কন্ঠে আমাদের ভাষা যাবে শোনা,
ভেঙে যাবে রুদ্ধশ্বাস সুদীর্ঘ মৌনতা,
আমাদের দুঃখেসুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, ..............................

কবিতাটি রচনার কারন ছিল,
কবিগুরুর উপন্যাস ছিল কিছু টা উচ্চবিত্ত কেন্দ্রিক, সেকারনে সুকান্ত ভট্টাচার্য বেশ ক্ষোভ আর দুঃখের সাথে কবিতাটি লিখেছিলেন!!

রমেশ আর যোগেন্দ্র দুই সহপাঠি, আইন বিষয়ে পড়ছেন তারা।
কাছাকাছি বাড়ি হওয়ার কারনে প্রায়ই যোগেন্দ্রদের বাড়িতে অবাধ যাতায়াত ছিলো রমেশের।
যোগেন্দ্রর ছোট বোন হেমনলিনী। হেমনলিনী আর রমেশ দুইজনেই পরষ্পরের প্রতি দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে, একসময় এদের মধ্যে বিয়ের কথাও হয় ।
আইন পাশ করার পর পরই রমেশকে গ্রামে ডেকে এক প্রকার জোর করে বাল্যবন্ধুর কন্যার সাথে বিয়ে দিয়ে দেয় তার পিতা।
রমেশের আপত্তি গ্রাহ্য করেননি পিতা!
বিয়ের পর বউকে নিয়ে শহরে আসার পথে ঘটে নৌকাডুবি!
হ্যা এখানেই উপন্যাসের শুরু।
প্রচন্ড ঝড়ের তাণ্ডবলীলায় লন্ডভন্ড হয়ে যায় বরযাত্রীদের নৌকার বহর।
ভাগ্যের খেলায় বেঁচে যায় শুধু রমেশ।
সাথে রক্ষা পায় সুশীলা— রমেশের স্ত্রী।
একিদিনে একই সময় আরো একটি নৌকাডুবির মত ঘটনা ঘটে!
ভাগ্যকে মেনে নিয়ে নতুন জীবন শুরু করতে গিয়ে রমেশ বুঝতে পারেন যে এই মেয়েটি সুশীলা না, তাহলে কে এই মেয়ে?
কোথায় তাঁর নিজের স্ত্রী??? হেম, হ্যা রমেশের হেম কি জানতে পারবে এই বিয়ের কথা?
রমেশের বিয়ে হয়ে যাওয়া তে বেশ খুশি অক্ষয়, কেন? কে সে?
জানার জন্য বইটা পড়তেই হবে!

পাঠ প্রতিক্রিয়াঃ প্রেম বা সামাজিক উপন্যাস হলেও এটি একটু রহস্যপুর্ণ উপন্যাস ক্যাটাগরি তে ফেলা যায়।
উপন্যাসটিকে আমার বেশ ভালই লেগেছে।
সব কাহিনীর মত টুইস্ট-টার্ন আছে, ভালবাসা আছে, রহস্য আছে, কিছু কুসংস্কারও আছে!!!
রমেশ ও কমলার নৌজীবনের অংশটা আমার সবথেকে প্রিয়, শেষদিকের টুইস্ট ও কম যায় না! তবে হ্যা ,আঝে মধ্যে মনে হয়েছে গল্পটা জোর করে টানা।
আবার কিছু অংশ মনে হয়েছে খুব দ্রুত শেষ।
তবে সব গল্পের মত শেষ অংশে এসে সবারই মন ভাল হয়ে যাবে! তবে সব কিছুর ভাল-খারাপ সব দিক আছে, সব মিলিয়ে আমার বেশ প্রিয় উপন্যাস এটি, অন্তত শেষের কবিতার পরে এটিকে বসাতেই পারি! তবে কেউ শুধু মুভিটি দেখে উপন্যাস্টি সম্পর্কে ধারনা করে বসলে ভুল হবে, বইয়ের তুলনা বই হতে পারে!

রেটিংঃ ১০/১০
রকমারি লিঙ্কঃ https://www.rokomari.com/book/33217

Post a Comment

0 Comments

Close Menu