Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: অধ্যায়

বই: অধ্যায়
লেখক: তকিব তৌফিক
প্রকাশনী: নালন্দা
পৃষ্ঠাসংখ্যা: ১২৬
মলাট মূল্য: ২৫০৳
ব্যক্তিগত রেটিং: ৪/৫
রিভিইউ লিখেছেন: রোদসী জান্নাত

একটি শুদ্ধ প্রেমের অপেক্ষা ঠিক কেমন হয়?
শুদ্ধ ভালবাসার জন্য সাতাশ বসন্ত কি অনায়াসেই পার করে দেওয়া যায়?

কতশত প্রেমই তো হৃদয় দ্বারে করাঘাত করে তবুও ইজাজ আনসারী চায় শুদ্ধ প্রেমিকার শুদ্ধ প্রেম পেয়ে শুদ্ধ হতে। সে একজন 'কবি' তবে তার নিজস্ব কোন বই প্রকাশিত হয়নি। তার চাওয়া খুব সীমিত।তা নাহলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া একজন যুবক চাকরির পিছনে না ছুটে দিব্যি টিউশন করে দিনাতিপাত করতে পারে!
একটা মানুষের জীবনে ঠিক কতগুলো অধ্যায় আছে?অগণিত অধ্যায়ের সমন্বয়ে তো মানুষের জীবন। এই সবগুলো অধ্যায়ের খোঁজ কি কারো কাছে আদৌ থাকে? থাকে না। থাকলে আমিরের খুঁটিনাটি সব রঙিন আর কালো অধ্যায়ের কথা বন্ধু আনসারী ঠিকই জানতো। কিন্তু একপর্যায়ে এসে কাউকে না কাউকে নিজের জীবনের কিছু অধ্যায়ের কথা জানাতে হয়।আমির ও বন্ধু আনসারীকে জানালো। কিন্তু এতটা ভয়ঙ্কর অধ্যায় নিয়ে তার বন্ধুর জীবন তা আনসারী ঘুণাক্ষরেও জানতে পারেনি!
'একটা স্পষ্ট হৃদয়ের অভাবে অস্পষ্ট হয়ে আছে আমার এই মানুষ মন'
বাক্যটা আনসারী লিখেছে। সে এক বোহেমিয়ান যুবক।কিন্তু সে চায় তার ও একটা হৃদয়ের মালকিন হোক যে আনসারীর লাগামহীন জীবনটাকে স্থিতিশীল করবে। একদিন সে ঘটনাচক্রে কনকের দেখা পায়। মেয়েটাকে দেখেই সে বুঝতে পারে,হ্যাঁ এই তার হৃদয়ের ভবিষ্যৎ মালকিন! শুদ্ধতম প্রেমিকা।সে কনককে ভালোবাসলেও জানায় না। তার ধারণা এক পক্ষের প্রেম নিবেদন অন্য পক্ষের প্রেমকে যদি নাই-বা জাগাতে পারে,তবে কি দু'পক্ষের প্রেম নামক পবিত্র স্তম্ভ গড়ে ওঠে? আনসারী তাই পবিত্র স্তম্ভ গড়ে ওঠার জন্য অপেক্ষা করে।অপেক্ষা করে একটি স্পষ্ট হৃদয়ের আগমণের।
কিন্তু হঠাৎ আনসারীর জীবনে নেমে আসে এক প্রলয়ঙ্কারী অধ্যায়। বন্ধু আমিরের চিঠি। কী করবে আনসারী! একদিকে শুদ্ধতম প্রেমিকা অন্যদিকে প্রাণাধিক প্রিয় বন্ধুর চিঠি! আনসারী অকূলপাথারে পড়ে যায়.....
★ভালোবাসা সবুজ চিহ্ন এঁকে প্রকাশ করবি, লাল কিংবা নীল নয়। এই দুটোর রং অন্য অর্থ বয়ে বেড়ায়। লাল অজস্র বিপদ আর নীলে রয়েছে অজস্র বেদনা। সবুজ হলো নিখুঁত, নির্ভেজাল সংকেত। শুদ্ধ মনের পরম সুখের প্রতীক হলো সবুজ রং। সবুজ রঙের ভালবাসার চিহ্ন এঁকে পছন্দের মানুষকে প্রেম নিবেদন করবি।
★যেখানে তুমি নেই,সেখানে কিছুই নেই। হয় তুমিই থাকো; না হয় শূন্যতা-ই শ্রেয় (কবিতার লাইন)
★প্রেমে আবদ্ধ মেয়েদেরকে প্রেমিক ব্যতীত অন্য পুরুষ যতই পাকাপোক্ত প্রেম নিবেদন করুক না কেন,তাদের কাছে সেটা দুধের বাটিতে বিষ ঢেলে দেওয়ার মতো অনুভূত হয়।
★একটা স্পষ্ট হৃদয়ের অভাবে অস্পষ্ট হয়ে আছে আমার এই মানুষ মন।
★প্রেম মানুষকে অপেক্ষা করার শক্তি যোগায় ঠিক, পক্ষান্তরে স্বার্থপর হওয়ার মানসিকতা সৃষ্টি করে। কেবল প্রেমটাকেই গুরুত্ব দিয়ে সেটার অনিশ্চিত পরিণতিকে নিশ্চিত করার জন্য রক্তের সম্পর্ককেও বিসর্জন দেয়ার মতো ভয়ঙ্কর ইচ্ছাশক্তি সৃষ্টি করে।
#পাঠ_প্রতিক্রিয়া :
লেখকের দ্বিতীয় বই এটা। রোমান্টিক জনরার হলেও বিভিন্ন বিষয় উঠে এসেছে। আনসারী প্রধান চরিত্র হওয়া সত্বেও লেখক প্রায় প্রতিটা চরিত্রকেই বেশ হাইলাইট করেছেন। দ্বিতীয় বই হিসেবে লেখার ধরণ চমৎকার। সহজ আর সাবলীল ভঙ্গিমায় লেখা। পড়তে নিয়ে পাঠককে হোঁচট খেতে হবে না। কিন্তু মাঝখানে কতগুলো গৌণ চরিত্রের মাধ্যমে আঞ্চলিক ভাষার প্রয়োগ করেছেন লেখক যা একটু দৃষ্টিকটু। (চরিত্র গুলোর পেশার সাথে সম্ভবত খাপ খেয়েছে)
আমার বইটা প্রথম প্রকাশের,কিছু বানানের টাইপিং মিস্টেক লক্ষ্য করেছি। পরবর্তীকালে সংস্করণে বানান ভুলগুলো সম্ভবত না ও থাকতে পারে (খুব বেশি না যদিও)
বইটা যেহেতু রোমান্টিক জনরার,প্রচ্ছদ কতটা মিলেছে জানিনা। জীবনের বিভিন্ন অধ্যায়ের গল্প বলা বইটির প্রচ্ছদ আরেকটু অন্যরকম হতে পারতো।
নালন্দা প্রকাশনীর বই,বাঁধাই এবং পৃষ্ঠা সুন্দর।
সবশেষে লেখক পরিচিতিতে কিঙ্কর আহসান বলেছেন এমন একটা কথা বলি।'অধ্যায়' আমাদের সকলের জীবনের নানান অধ্যায়ের ভেতর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকুক আজীবন।

Post a Comment

0 Comments

Close Menu