রিভিইউ লিখেছেন: গাজী তৌহিদ হাসান
*বইয়ের নাম:ইরিনা*লেখক:হুমায়ূন আহমেদ*উপন্যাসের ধরন :কল্পবিজ্ঞানধর্মী।*প্রকাশনী:প্রতীক পাবলিসার্স*প্রথম প্রকাশ:ফেব্রুয়ারী ১৯৮৮*পৃষ্ঠা সংখ্যা :৯৬*মূল্য:পয়তাল্লিশ(২৫ বছর আগের)*ব্যক্তিগত রেটিং:3.4/5*সংক্ষিপ্ত অনুভূতি:বইয়ের মলাটটা যতই পুরনো,এর মধ্যের লেখনী ততই চমৎকার।মাত্র দেড়-দুই ঘন্টায় পড়ে ফেলা যায় এমন একটা বই।গল্পটা কাল্পনিক।আজ থেকে আরো ৫০০ বছর পরের গল্প লেখকের কল্পনায় ফুটে উঠেছে।
চল্লিশজন মানুষ আবিষ্কার করে বসেন মানুষের মৃত্যুর জন্য একটা বিশেষ হরমোন দায়ী।তারা সেই হরমোনকে নিশ্ক্রিয় করে অমর হয়ে যান।তাদের অমরত্বের মাধ্যমে বিশ্বে তারা রাজত্ব শুরু করেন।এরই মাঝে গল্পে যোগ হয় দুজন সাধারন মানুষ।ইরিনা ও মীর।পরষ্পর বিপরীত স্বভাবের দুজন।নিষিদ্ধ নগরীতে যারা সাক্ষাৎ পায় অমর মানুষদের।এরপর?ম
ানুষ,রোবট,অমর মানুষ সব মিলে অদ্ভুত এক সভ্যতা !তবে সত্যি কি তারা অনন্তকাল বেচেঁ থাকতে পেরেছিলেন?কেমন ছিল অমরত্বের সাধ?রোবটদের যদি অনুভূতি দেয়া হয় কি হবে বিশ্বের?জানতে হলে পড়তে হবে''ইরিনা''প্রেম,বিজ্ঞান,কল্পনা মিলে আমার কাছে খুব ভালো লেগেছে বইটা।
0 Comments