Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: ছায়া সঙ্গী - হুমায়ুন আহমেদ

লিখেছেন: মাসুম আহমেদ আদী
বইঃ ছায়াসঙ্গী
লেখকঃ হুমায়ূন আহমেদ।
প্রকাশকালঃ ২০১০
মূল্যঃ ১৬০ টাকা মাত্র।

রিভিউঃ

আমাদের চারপাশে অহরহ কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটে চলেছে যার কোনও ব্যাখ্যা আমাদের জানা নেই। কিছু ঘটনার হয়ত ব্যাখ্যা দাড় করানো যায়। কিন্তু বেশিরভাগ ঘটনাই ব্যাখ্যার অতীত। ব্যাখ্যার অতীত ঘটনাগুলোকে আবার অনেকে ভূতের ঘটনা মনে করে।
আবার অনেকে আল্লাহর কুদরত বলে মেনে নেয়। সেরকম ৯টি ঘটনা নিয়ে এই বই। বইটির নাম ভূমিকায় যে গল্পটি আছে সেটা অনেকটা এরকমঃ

লেখক একবার সপরিবারে গ্রামেরবাড়িতে বেড়াতে যায়। সেখানে মন্তাজ মিয়া নামে একটা বাচ্চা ছেলের সাথে তার পরিচয় হয়। ঘটনাক্রমে সে জানতে পারে যে মন্তাজ মিয়া একবার অনেক অসুখে পরে মৃত্যু বরন করেছিল।ডাক্তার এসে তাকে দেখে মৃত ঘোষনা করলে সবাই মিলে ওকে কবর দিয়ে দেয়। কিন্তু মন্তাজের বড় বোন ভাইয়ের মৃত্যুর খবর শুনে ২৫ কিঃমিঃ দূর থেকে হেটে আসেন। দুপুর রাতে বাড়িতে এসেই বলেন যে মন্তাজ মরে নাই। গ্রামের হুজুরকে অনেক আকুতি মিনতি জানিয়ে বলেন কবর খুড়ে মন্তাজ কে বের করতে। হুজুর কবর খুড়ে দেখেন মন্তাজ মিয়া কাফনের কাপড় লুঙ্গির মত পেঁচিয়ে কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে। কিভাবে মন্তাজের বোন বুঝতে পারল যে মন্তাজ বেচে আছে?

এই ঘটনার কোনও ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এই রকম আরও কিছু গল্প নিয়েই হুমায়ূন আহমেদের "ছায়াসঙ্গী"। প্রত্যেকটা গল্পই আপনার ভালো লাগবে আশা করছি।

Post a Comment

0 Comments

Close Menu