Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: তাস রহস্য - ইয়স্তেন গার্ডার


বইয়ের নাম- তাস রহস্য
লেখক- ইয়স্তেন গার্ডার
অনুবাদক- দ্বিজেন্দ্রনাথ বর্মন
প্রকাশনী- শৈশব
দাম- ২২৫ টাকা
পৃষ্ঠা- ২৮৮
শুনতে আজগুবি লাগার কথা, আমার জীবনের সবচে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছে আমার জন্মের ত্রিশ বছর আগে। সেই রোববারে যদি দাদীমার সাইকেলের টায়ার ফুটো না হত তাহলে আমার বাবার জন্ম হত না । আর বাবার জন্ম না হলে আমার জন্মের সম্ভবানা ক্ষীণ হয়ে আসত”।


কোন বইতে যখন এমন একটি কথা লেখা থাকে তখন ধরেই নিতে হয় বইটি বেশ অদ্ভুত। কিন্তু “তাস রহস্য” বইটিকে আপনি শুধু অদ্ভুত বই বলেই থেমে থাকতে পারবেন না। বইটি শেষ করার পর আপনাকে বলতে হবে – “অদ্ভুত সুন্দর একটা বই”। যারা ইয়স্তেন গার্ডার এখনো পড়েন নি তাদের বলবো এই বইটিকে আপনি আপনার গার্ডার পড়ার সূচনা বই হিসেবে নিতে পারেন। ইয়স্তেন গার্ডার তাঁর প্রতিটা বইয়ে সবসময় চেষ্টা করেন সহজ সরলভাবে দর্শনকে পাঠকের সামনে উপস্থাপনের। এই বইটি যেন সেই কথারই প্রতিফলক মাত্র।

বারো বছর বয়সী হান্স টমাস তার বাবার সাথে গ্রীসের উদ্দেশে যাত্রা শুরু করে তাঁর মায়ের খোজে, যে কিনা ফ্যাশনের জগতে হারিয়ে গেছে। রাস্তায় দেখা হয় এক বামন আর রুটি বানানো এক লোকের সাথে যারা কিনা তাকে দেয় একটা আতশ কাঁচ আর অদ্ভুত এক রুটি, যার মধ্যে লুকিয়ে আছে আস্ত একটা বই। আর বইয়ের মাঝে এমন একজনের কাহিনী লেখা আছে যা পড়তে গিয়ে আপনার প্রায়ই মনে হবে আপনি বুঝি হান্সের দাদার কাহিনী পড়ছেন। কিন্তু আসলেই কি তাই? নাকি পুরোটাই আপনার কল্পনা? রুটির মাঝে পাওয়া বইয়ে আপনি দেখা পাবেন এক দুর্ভাগ্যপীড়িত নাবিককে যে কিনা জাহাজ দুর্ঘটনায় আটকে পড়ে গেছে এক দ্বীপে। যেখানে সে ছাড়া দ্বিতীয় কোন মানুষ নেই। নির্জন দ্বীপে একাকি সময় যখন কাটতেই চায় না তখনই আবিষ্কার করে পকেটে রাখা তাস গুলো জীবন্ত হয়ে বেরিয়ে পড়েছে সারা দ্বীপময়। আর তাদের মাঝে অনুগত বায়ান্ন তাসের দেখা পেলেও একজন জোকার থেকে যায় অধরা। যে কিনা চিন্তা করে, ভাবে, ভাবায় বায়ান্ন তাসকে, কেন তারা দ্বীপে আসল, কি তাদের কাজ আর ওই লোকটিই বা কে, তাকে কেন রাজা মনে করে সবাই? আর এর সাথে সাথে ভাবাবে আপনাকেও - কেন আপনি এখানে, এই পৃথিবীতে, কি আপনার উদ্দেশ্য, কে আপনার সৃষ্টিকর্তা, তাঁরই বা কি উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করায়?

বই শেষে একটি কথাই বলতে পারবেন নিজেকে- “অসাধারণ এক যাত্রার সঙ্গী হলাম। আর ভাবতে শিখলাম কে আমি”। যে প্রশ্ন করে আসছে সৃষ্টির শুরু থেকে প্রতিটি সচেতন মানুষ।

Post a Comment

0 Comments

Close Menu