সমরেশ মজুমদারের - আট কুঠুরি নয় দরজা
লিখেছেন: স ুমন
আবারও সুভিউ(সুমনের বুক রিভিউ) হাজির। আজ যে বইটির সুভিউ করব তা হল সমরেশ মজুমদারের "আট কুঠুরি নয় দরজা"। সুভিউর শুরু থেকে যারা সঙ্গে ছিলেন তারা বুঝতে পারছেন থ্রিলার বই এর প্রতি আমার খুব দুর্বলতা আছে। আর আমি যেসব বইয়ের নাম শেয়ার করছি সবই জনপ্রিয় বই।
এখন আমার পছন্দের বইগুলো জনপ্রিয় হয়েছে এটা তো আমার দোষ নয়! দোষ লেখকের এবং আপনাদের! যারা বইটি জনপ্রিয় করেছেন! বিদগ্ধ অনেকেই এগুলো বহু আগে পড়ে ফানা ফানা করে ফেলেছে। তারপরও যদি কোন বই পডুয়া গাধা এ বই না পড়ে থাকে তার জন্য এ সুভিউ। আজকের সুভিউ একটু বড় হচ্ছে কারণ বইয়ের নামটা আপনাকে খেয়াল করতে হবে। আট কুঠুরি নয় দরজা। কিন্তু আগেই বলেছি সময়ের অভাব। সব কুঠুরি আর সব দরজা নিয়ে আলোচনা সম্ভব নয়! কয়েকটা লাইনে শেষ করে দেব। বহু আগে পড়া বই যা লিখছি তা ঠিকঠাক হবে কী না তা নিয়ে শংকিত আছি। মূলকথায় আসি। বিপ্লব সাধারণত যাকে ঘিরে আবর্তিত হয় অর্থাত বিপ্লবের আইকন, তার মৃত্যুর খবর যদি ছড়িয়ে পড়ে এবং মানুষের কাছে বিশ্বাস করার মত যথেষ্ট প্রমাণাদি থাকে তবে আইকন বিপ্লবী যদি আবার ফিরেও আসে তবু সে আগের সেই মোমেনটাম কখনোই তৈরী করতে পারেনা। আমি নিজেও এটা বিশ্বাস করি যে আইকন বিপ্লবীর মৃত্যু বিপ্লবকে ৮০ থেকে ৯০ ভাগ পঙ্গু করে দেয় যদি না সেই আইকন বিপ্লবী তার যোগ্য উত্তরাধিকারী গড়ে না দিয়ে যেতে পারে। এ পর্যন্ত পড়ে আপনার মনে হতে পারে এতে থ্রিলার এর কী আছে? মজাটা সেখানেই। এটা একটা আপাদমস্তক থ্রিলার বই। সমরেশ মজুমদারের মাস্টারপিসগুলোর একটা। আচ্ছা আমি সমরেশের সব বই পড়িনি। অল্প কয়টা পড়েছি। তাতে আমার মনে হয়েছে সমরেশ মজুমদারের মত নারী চরিত্র এত ভালভাবে আর কেউ ফুটিয়ে তুলতে পারে না। এ গল্পে অসাধারণ এক নারী চরিত্র আছে। পড়লেই বুঝবেন সে কে। কী সেই আট কুঠুরি নয় দরজার চিরন্তন রহস্য। বইটা পড়ে বাইরে গিয়ে একটু আকাশের দিকে তাকাবেন। দেখবেন আকাশটা এখন আর লাল নয়। আকাশটা নীল কিংবা ধূসর। আকাশলাল পারেনি আকাশটাকে রঙিন করে রাখতে। তবে সমরেশ পেরেছেন তার লেখনী রঙিন রাখতে।
(সুভিউর খুব একটা সুসময় যাচ্ছে না। কারণ এত মানুষ পড়েও লাইক পাই দু একটা। পরবর্তী সুভিউ লেখার আগে এটা নিয়ে ভাবতে হবে।)
সুভিউর সঙ্গেই থাকুন। (খুব তাড়াহুড়া করে লিখছি। খাপছাড়া লাগতেই পারে! )
0 Comments