Ad Code

Responsive Advertisement

হিমু রিমান্ডে PDF

Himu Remande jpg


বইয়ের নামঃ হিমু রিমান্ডে

লেখকের নামঃ হুমায়ুন আহমেদ

প্রকাশকঃ অন্যপ্রকাশ
সাইজঃ ৯ এমবি
মোট পাতাঃ ৮৮ টি
বইয়ের ধরণঃ উপন্যাস
সিরিজঃ হিমু (Himu #১৬)
ফরম্যাটঃ পিডিএফ (PDF)

কিছুকথা

দুপুরে হেভি খাওয়াদাওয়া হলো। খালু সাহেব অফিসে যান নি। সবাই মিলে একসঙ্গে খাওয়া। শুনলাম কয়েকদিন ধরেই তিনি অফিসে যাচ্ছেন না। তাঁর যে শরীর খারাপ তাও না। তবে চোখে ভরসা হারানো দৃষ্টি। হড়বড় করে অকারণে কথা বলে যাচ্ছেন। পৃথিবীর সবচে’স্বদু খাবার কী- এই বিষয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। তাঁর মতে হরিয়াল পাখির মাংস পৃথিবীর সবচে’স্বাদু খাবার। কারণ এই পাখি বটফল খায়, মাছ খায় না। হরিয়াল পাখি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিও দিলেন। সব পাখির মাংসে রসুন বেশি নাগে, হরিয়ালের ক্ষেত্রে লাগে না। কারণ এই পাখির শরীরেই রসুনটাইপ গন্ধ। নার্ভাস মানুষরা নার্ভাসনেস কাটাতে অকারণে কথা বলে। খালু সাহেব কোনো কারণে নার্ভাস। ঘটনা কিছু একটা অবশ্যই আছে, তা যাথাসময়ে জানা যাবে। 

পৃথিবীর সবচে' অপ্রীতিকর দৃশ্য হলো পুরুষ মানুষের চোখের পানি।
___হুমায়ূন আহমেদ (হিমু রিমান্ডে)

Post a Comment

0 Comments

Close Menu