বইয়ের নামঃ হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য
লেখকের নামঃ হুমায়ুন আহমেদ
প্রকাশকঃ অন্বেষা প্রকাশন
সাইজঃ ৯ এমবি
মোট পাতাঃ ৯৬ টি
বইয়ের ধরণঃ উপন্যাস
সিরিজঃ হিমু (Himu)
ফরম্যাটঃ পিডিএফ (PDF)
কিছু কথা
বই:হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য।
লেখক:হুমায়ূন আহমেদ।
প্রকাশনায়:অন্বেষা।
প্রথম প্রকাশ:২০০৮।
প্রচ্ছদ:সব্যসাচী হাজরা।
মূল্য:১২০।
বই পরিচিতি:
যারা যারা শপথ করেছেন যে,হিমু সিরিজের সবগুলো বই পড়ে ফেলবেন।আর তালিকায় এই বইটাকেও যুক্ত করেছেন।তাদের অনুরোধ করছি,বইটাকে তালিকা থেকে মুছে ফেলুন!কারণ,বইটা হিমু
সিরিজের কোন বই নয়।গল্পের বই।মোট ১০টি গল্পের সংকলন।নামটা নাকি প্রকাশকের দেওয়া নাম।কেননা,হিমু নামটা থাকা মানেই বেশি বিক্রি।
১০টি গল্পের কাহিনী সংক্ষেপ:-
১.নসিমন বিবি:নসিমন বিবি নামের এক ধাত্রীর এক রহস্যময় মানুষকে বিপদে উপকার করে সোনার বড়ুই পাতার ডাল পাওয়ার গল্প।লেখক,তার বড়ুই'র ডালটা দেখতে চেয়েছিলেন।বুড়ি বললেন,না বাবা আমি আপনাকে দেখাব না।
২.পাপ:হুমায়ূূন আহমেদ তার বিভিন্ন গল্পে বাধ্য হয়ে আসা নিরীহ পাকিস্তানি সেনাদের গল্প করেছেন।এটা সেরকম গল্প।
৩.হাজী মান্না মিয়া:হাজীসাহেব হজ্ব যেতে চান,কিন্তু হজ্ব যাওয়ার দুদিন আগে
অসুস্থ হয়ে পড়লেন।তিনি নাকি পাপ করেছেন।আর এটা পাপের শাস্তি।
৪.সালাম সাহেবের পাপ:মিসির আলিকে লেখক বারবার অনুরোধ করলেও মিসির সাহেব সালামের পাপের রহস্য লেখককে বলেন নি।
৫.দৌলত শাহ'র অদ্ভুত কাহিনী:একজন মহাজ্ঞানী সায়েন্স জানা প্রুফরিডারের যুক্তিহীন জিনিস দেখা!তিনি যুক্তহীন জিনিসকে বিশ্বাসও করেন।
৬.শাহ মকবুুল:মকবুল পাগলের চরিত্রে অভিনয় করে।তাই বাস্তব জীবনে সবাই তাকে পাগলা মকবুল ডাকে।
৭.পিশাচ:প্রেমের জন্য এক সাধারণ মানুষের পিশাচ সাধক হওয়া।লেখক তাকে দেখে বিস্মিত হয়েছিলেন।
৮.গন্ধ:তিনি স্ত্রীর লাশ দেখে পালিয়ে গিয়েছেন।তাই পুলিশ ধারণা করল তিনিই খুনী।
৯.জনৈক আব্দুল মজিদ:লেখকের এইডস নিয়ে লেখা এক প্রবন্ধ টাইপ গল্প।
১০:হিমুর একান্ত সাক্ষাৎকার:গল্পটিতে হিমুর অস্তিত্ব নেই।যদিও সবাই তার সাক্ষাৎকারের জন্য ছুটছে।
ব্যাক্তিগত কথা:বইটা শুরু করার আগে হিমু পড়ার মুড নিয়ে বসেছিলাম।কিন্তু গল্পগ্রন্থ হওয়ায় অনেক আফসোস করছিলাম।ক্যান কিনলাম বইটা? 'পিশাচ' গল্পটা সব আসসোস উড়িয়ে নিয়ে গেল!
আরেকটি রিভিউ
বই পর্যালোচনা:১৫
হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য।
হুমায়ূন আহমেদ।
বইটি অন্বেষা প্রকাশন থেকে ২০০৮ সালের বই মেলায় প্রথম প্রকাশিত হয়।এর পৃষ্ঠা সংখ্যা ৯৬ এবং দাম ১৬০ টাকা।নিজস্ব রেটিং:৬|১০
বইটাতে মোট ১০ টি গল্প আছে।যার একটি গল্পের নাম দিয়েই বইটার নাম রাখা হয়েছে।এই গল্পটা শুরু হয়েছে লেখকের ব্যক্তিগত কিছু অভ্যাস,স্বভাব আর প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে, কিন্তু শেষ হয়েছে অন্যভাবে।
লেখক এখানে হিমুর সচিত্র সাক্ষাতকার ছাপার কথা বললেও কেন দিতে পারেননি তার ব্যখ্যা দিয়েছেন।তবে হিমুর সাক্ষাতকার ছাপতে না পারলেও হিমুর অতি পরিচিতজনদের সাক্ষাতকার ঠিকি ছাপা হয়েছে আর ছাপা হয়েছে হিমু সম্পর্কে তাদের নিজস্ব মতামত।
কাছের মানুষ বলতে ; মাজেদা খালা,রূপা,কোতোয়ালি থানার ওসি জনাব কামরুল সাহেব,'উন্মাদ' পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবিব,হিমু চরিত্রের লেখক ও তার স্ত্রী মেহের আফরোজ শাওন, 'অন্যরাত' প্রকাশনার কর্ণধার আজহারুল ইসলাম সাহেব এবং হিমুর সাথে যার বিয়ের কথাবার্তা চলছে,সেই মিস কনা।
তারা কে কি বলেছেন হিমু সম্পর্কে, তা জানতে হলে গল্পটা আপনাকে পড়তে হবে।
মতামতঃ লেখকের সাক্ষাতকারটাই সবচেয়ে ভাললেগেছে।মিস কনা,বড়ো ফুপা মানে বাদলের বাবা এবং মাজেদা খালারগুলা ও ভালোই ছিল। হিমুকে নিয়ে লেখক আর প্রকাশকের মতের অমিল ছিল চোখে পড়ার মতো। তবে এই গল্পটা আরো খানিকটা দীর্ঘ হবে এমনটাই আশা করেছিলাম। এছাড়া ভিক্ষুক, রিকশাচালক, হোটেল মালিকদের সাক্ষাতকার নিলে হয়ত আরো ভালো লাগতো।
0 Comments