Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ-রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি


বইয়ের নাম-রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি

লেখক-মোহাম্মদ নাজিম উদ্দিন

পৃষ্ঠাসংখ্যা-২৭
প্রকাশনী-বাতিঘর
মুদ্রিত মূল্য-৩০০ টাকা।


এই বইয়ের নাম যখন শুনি,আমি মনে মনে ধরেই নিয়েছিলাম যে উদ্ভট নাম দিয়ে লেখক ধান্দার উদ্দ্যেশ্যে এই বইটি লিখেছেন।কারণ,এই সময় নাম ইউনিক হলে মানুষজন আগ্রহ করে বইটি কিনে।আমারও মনে হয়েছিল নিছক ব্যবসার উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে।কিন্তু,বইটি পড়া শুরু করার পর বুঝতে পারি আমার এই ধারণাটা শুধু ভুলই ছিল না, এটি অপরাধের সমপর্যায়ে পড়ে।
'বইটি কি নিয়ে লেখা?' অনেকের মনে এই প্রশ্নটি আসে।মূলত,'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি' হলো সুন্দরপুর গ্রামে অবস্থিত একটি রেস্টুরেন্টের নাম।নুরে ছফা নামের একজন রেস্টুরেন্টটিতে যান একটা বিশেষ উদ্দেশ্যে(উদ্দ্যেশটি বলে দিয়ে পাঠকের আগ্রহ নষ্ট করতে চাচ্ছি না)। রেস্টুরেন্টের মালিক মুশকান জুবেরিকে জানতে গিয়ে বের হয়ে আসে রোমহর্ষক সব কাহিনী।তার সাথে যুক্ত হয় গোর খোদক ফালুর অদ্ভুত সব কর্মকান্ড।মুশকান জুবেরিকে জানতে গিয়ে যেসব তথ্য বের হয়ে আসে তা সত্যিই অকল্পনীয়।অসাধারণ নিপুণতায় লেখক আস্তে আস্তে প্লট তৈরি করেছেন এবং শেষে গিয়ে পাঠককে বাকরুদ্ধ করে প্রমাণ করেছেন এই বই শুধুমাত্র টাকা কামানোর জন্য লেখা হয় নি।মুশকান জুবেরি এবং নুরে ছফা সহ বাকি চরিত্রগুলোকে লেখক এমনভাবে উপস্থাপন করেছেন যেন তারা সত্যি সত্যিই আছে।

একান্ত ব্যাক্তিগত মতামতঃ ছোটবেলায় 'তিন গোয়েন্দা' পড়ে যেমন অনুভূতি হতো এই বই পড়ার সময়ও একটা ঘোরের মধ্যে ছিলাম 'এরপর কি হবে?'যারা আমার মতো থ্রিলার তেমন একটা পছন্দ করেন না আশা করি তারাও এই বই পড়ে আমার মতো থ্রিলড হবেন।আর এই বইয়ে একটি ঘটনা পুরোপুরি শেষ না করে দ্বিতীয় ঘটনা শুরু করা হয়েছে আবার দ্বিতীয় ঘটনা পুরো শেষ না করে প্রথমটি শেষ করা হয়েছে।ব্যপারটি প্রথমে বিরক্তিকর লাগলেও শেষের দিকে বিরক্তি রূপ নিয়েছে মুগ্ধতায়।এখন এই বইটির সেকেন্ড পার্ট 'রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি' কেনার জন্য টাকা জমাচ্ছি।
হ্যাপি রিডিং।

Post a Comment

0 Comments

Close Menu