|
Death on the Nile Author - Agatha Cristie |
Book - Death on the Nile
Author - Agatha Cristie
Genre - Detective / Crime
Rating - 4/5
Reviewed By: Rima Sarmin Radcliffe
Linnet Ridgway ইংল্যান্ডের ধনী নারীদের একজন। অর্থ-সম্পদ, সৌন্দর্য কোন কিছুরই কমতি নেই তার জীবনে। হয়তো সুখেরও কমতি ছিলো না তার। কিন্তু সবকিছুতে ব্যাঘাত ঘটে যখন সে তার বান্ধবী Jacqueline de Bellefort এর বাগদত্তা Simon Doyleকে বিয়ে করেন। ব্যাপারটা কোন ভাবেই মেনে নিতে পারছিলো না Jacqueline।
বিখ্যাত ডিটেক্টিভ Hercule Poirot মিশরে ছুটি কাটাচ্ছিলেন। সেখানেই তার পরিচয় হয় Linnet এর সাথে যে এখন Linnet Doyle নামে পরিচিত। নীলনদে স্ট্রিমারে স্বামীর সাথে ঘুড়তে আসা Linnetকে মোটেই খুশি দেখাচ্ছিলো না। সে উদ্বিগ্ন অবস্থায় Poirot এর সাহায্য চান। Linnet জানায় যে Simon Doyle এর সাথে তার বিয়ে হওয়ার পর থেকেই তারা যেখানেই যাক না কেনো Jacqueline সেখানেই তাদের পিছু নেয়। সে Poirotকে অনুরোধ করে Jacquelineকে বুঝিয়ে বলার জন্য, যেন সে এসব বন্ধ করে ফিরে যায়।
কিন্তু Poirot চেষ্টা করেও ব্যার্থ হন Jacquelineকে বোঝাতে। উল্টো Jacqueline Linnet এর প্রতি বিস্বাদ প্রকাশ করে এবং তাকে গুলি করে হত্যা করার ইচ্ছাও প্রকাশ করে। এভাবেই অন্যান্য চরিত্রসমূহ নিয়েই নাটকীয়তা সামনে এগিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে Linnet Doyle এর গুলিবিদ্ধ লাশ তার কক্ষে পাওয়া যায় এবং কক্ষের দেয়ালে রক্ত দিয়ে J লেখা পাওয়া যায়।
কে এই হত্যাকারী? Jacqueline নিজেই? কিন্তু Poirot এর সামনে হত্যার ইচ্ছা প্রকাশ করে হত্যাকান্ড ঘটানো এবং J লিখে যাওয়ার মতোই কি বোকা সে? জিজ্ঞাসাবাদ শুরু করলে অনেকেই অনেক কিছু লুকাতে থাকে। কিন্তু Hercule Poirot এর মতো চতুর ডিটেক্টিভের সহায়তায় ধীরে ধীরে সব লুকানো বিষয় বেড়িয়ে আসতে থাকে।
******
আগাথা ক্রিস্টির বই নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এ বইয়ের প্রায় ৩০-৪০ ভাগ শেষ করার পর মূল ঘটনা শুরু হয় যার কারনে বইটি পড়তে প্রথমে একঘেয়েমি লাগে। আর খুব বেশি না যেতেই আন্দাজ করে ফেলেছিলাম হত্যাকারী কে। তবুও শেষ পর্যন্ত উত্তেজনা কাজ করে কাহিনীর জটলা খুলতে দেখার আশায়। আর Hercule Poirot নিঃসন্দেহে আমার প্রিয় ডিটেক্টিভ।
ক্রিস্টি তার বইগুলোতে যেভাবে ক্রাইমসিন তৈরি ও সমাধান করে তা আসলেই প্রশংসনীয়।
0 Comments