অনলাইনে বই কেনার একমাত্র সহজ ও পরিচিত ও বেস্ট মাধ্যম হচ্ছে রকমারি। অনেকে রকমারির বিকল্প মাধ্যমের কথা জানতে চান। তাদের জন্য এই লেখাটা।
ওয়াফি লাইফ ঢাকার বাইরে হলেও মাত্র ৬০/- তে হোম ডেলিভারি পাবেন যে কোন পরিমাণ বই। কুরিয়ার থেকে নিতে গেলে ৬০/- এর বেশি লাগে হিসাবে। আর ঢাকায় তো হোম ডেলিভারি পাবেনই।
খিদমাহ শপ ওয়াফির থেকে কিছু কিছু বইয়ে ১০/২০ টাকা কম রাখে দাম। কিন্তু ঢাকার বাইরে থেকে নিতে হলে কুরিয়ারে নিতে হবে।
আল ফুরকান খিদমাহ আর ওয়াফির মতোই এনাদেরও সার্ভিস ভাল। কিন্তু ঢাকার বাইরে পরিমাণ বেশি হলে চার্জ ১৫০/- অব্দিও যাইতে পারে।
হেল্পফুল শপ দামে, ওয়াফি আর খিদমাহ এর থেকে কোন বইতে কম, কোন বইতে ৫/১০/২০ বেশি রাখে। ঢাকার বাইরে হলে কুরিয়ারে নিতে হবে। আর সার্ভিস কখনো কখনো স্লো হয় এনাদের
নিয়ামাহ শপ দাম বেশ বাড়ায় রাখে। এখান থেকে না নেওয়ার সাজেশন থাকবে।
এছাড়া পথিকশপ, বই উৎসব, সিজদাহ.কম, স্বপ্নযাত্রা এদেরও সার্ভিস ভাল। কিন্তু ডিটেইলস বলতে পারবো না।
উল্লেখিত সব শপেই ঢাকায় ৪০/৬০ টাকায় হোম ডেলিভারি দেয় বলে জানি।
0 Comments