Ad Code

Responsive Advertisement

নোবেল প্রাপ্তির পর রবীন্দ্রনাথ

সফলতা জিনিসটা একটা বিভ্রান্তিকর বিষয়। নোবেল পাওয়ার পরের বছর রবীন্দ্রনাথ ঠাকুর সুইসাইডের দিকে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী এর পেছনে ব্যক্তিগত গ্লানি আর ব্যর্থতাবোধ কাজ করছে।
সফলতা/ব্যর্থতার বিষয়টা এমনই যে, একজনে নোবেল পেয়েও নিজেরে ব্যর্থ ভাবতে পারেন, আবার একজন তুফান সাহিত্য পুরস্কার পেয়েও নিজেরে সফল ভাবতে পারেন।
০৬/০১/১৮
-ইমতিয়াজ মাহমুদ

Post a Comment

0 Comments

Close Menu