ব্ল্যাকহোল সম্পর্কে আমার জানা ক্ষুদ্র জ্ঞান থেকে একটা লেখা লিখছি।আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর কোনো ভুল হলে অবশ্যই অবশ্যই জানাবেন।আমার ভুলগুলো শুধরে দেবেন আশা করি।
ব্ল্যাকহোল কি?
সূর্য থেকে অনেক গুন বড় আর ভরবিশিষ্ট একটা নক্ষত্র বা উপগ্রহ যা ক্রমাগত শক্তি হারানোর কারনে অনেক ক্ষুদ্র কনায় পরিনত হয়
How can u be so sure about its tiny volume?এর আয়তন পিনপয়েন্ট এর মতো হলে বিজ্ঞানীরা তো বলছে এটা সূর্য হতে ৬.৫ বিলিয়ন গুন বেশি ভর বিশিষ্ট। তাহলে কি তারা ভুল বলছে?
নাহ,তারা ভুল বলছে না।একটা উদাহরন দেই।সূর্য হিলিয়াম আর হাইড্রোজেন ফুয়েল এর তৈরি, এই ফুয়েল কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে! তাই না?
মানে সূর্য ও একটা সময় ধ্বংস হবে, তাই তো?
এখন ব্ল্যাক হোল প্রসঙ্গে আসি। সূর্য এর মতো অন্যান্য নক্ষত্র ও এভাবে তার ফুয়েল হারাতে হারাতে একসময় এর ফুয়েল এর পরিমান 0 হয়ে যায়।(সূর্য থেকে এই নক্ষত্র কিন্তু অনেক অনেক গুন বড় আর ভর কিন্তু in comparison Infinity ধরে নেই)
তো,ফুয়েল যখন শেষ হয়ে যাবে,তখন এটা শক্তি হারাতে হারাতে অনেক ক্ষুদ্র হয়ে যাবে।তবে নক্ষত্র মূলত শক্তি হারানোর ফলে ছোট হয় না। নক্ষত্রের নক্ষত্রীয় গূন যখন নষ্ট হয়ে যায় তখন এর বিকর্ষণ ক্ষমতা নিঃষেশ হয়ে যায়, থাকে শুধু মাত্র গ্রাভিটেশনাল ফোর্স। যার কারনে ওই নক্ষত্র চারপাশের সবকিছু হু হু করে আকর্ষন করতে থাকে।
এমনকি সে তার নিজেকেও আকর্ষণ করে, আর যার সে নিজেই নিজের ভিতরে ঢুকতে ঢুকতে ছোট্ট একটা বিন্দুকনায় পরিনত হয়।কিন্তু আমরা জানি,মহাবিশ্বের কোথাও ভর চেঞ্জ হয় না,একই থাকে।।তাই না?
এইখানেও সেম এইটাই হবে,এই নক্ষত্রের আকার ছোট হতে হতে একদম পিনপয়েন্ট এ চলে আসবে।অনেক অনেক ছোট হয়ে যাবে আয়তন,,তাহলে এর ভর টা কি হবে?
হ্যা,ভর ঠিকই থাকবে বন্ধু, ভর চেঞ্জ হবে না,আয়তন চেঞ্জ হবে শুধু।
ওই পিনপয়েন্ট এই সমস্ত ভর কেন্দ্রীভূত হবে, কারন আমরা জানি
mass can't b changed in anywhere of the world..
According to ur saying,the Sun will also turn into a blackhole!! isn't it?
Nope..The sun can't be,,because it hasn’t got the required value of mass for turning into a blackhole, Though,um not saying that it has no destruction or end,,obviously it has
it is very much legal to state that a black hole can be so tiny.... But I can't agree with you that a black hole doesn't change it's mass....
As far as I know a black hole can also loose it's mass through it's radiation.... Specifically it's called
"Hawking's Radiation" ..... Hawking's Radiation is something that, through this a black hole radiates energy and mass both..... So may be it should be tiny....isn't it?
I agree! ভরের রূপান্তর হয় এখানে, ভর নিঃশেষ হয় না । mass এখানে neutral থাকবে ভর বা শক্তি কখনো নিঃশেষ হয় না,শুধু তার রূপান্তর হয় মাত্র। ওই ক্ষুদ্র ব্ল্যাকহোল এর ভর আমাদের কল্পনার বাইরে।
why a blackhole eats everything? Really can it eat?
নাহ ভাই,ব্ল্যাকহোল কোনো রাক্ষস না।এটা তাহলে এই কথা বলা হয় কেন যে ব্ল্যাকহোল সবকিছু খেয়ে নেয়?
আমি বলছিঃব্ল্যাকহোল আলো,সময় সবকিছু খেয়ে ফেলতে পারে এর gravitational force এর কারনে।এর ভর সূর্য এর ভরের ৬.৫ বিলিয়ন গুন।নিউটনের মহাকর্ষ বল থিওরি অনুযায়ী বলা যায়--(দুটি বস্তুর মদ্ধে ভর থাকলে তাদের মদ্ধে আকর্ষন বল কাজ করবে)।
আর এখানে যে ব্ল্যাকহোলের ভর এতো এতো বেশি(সূর্য এর ৬.৫ বিলিয়ন গুন) সেটা তাহলে কত মহাকর্ষীয় বলে কোনো বস্তু কে আকর্ষন করবে ভেবে দেখেছেন?
যদি তা আকর্ষন না করতো,তাহলে নিউটনের law আজ ভুল প্রমানিত হতো।
আচ্ছা,ব্ল্যকহোল তো সবকিছু খেয়ে ফেলে।তাহলে তো ব্ল্যাকহোল এর আলো ও খেয়ে ফেলার কথা! তাই না? তাহলে এর ছবি তোলা কিভাবে সম্ভব হলো?
Ans:This is a very nice question..প্রথমে আমার মনেও এই প্রশ্নটা আসছিল যে এটা হয়তো ফেইক।কারন আমরা জানি কোনো বস্তু থেকে আলো চোখে না আসা পর্যন্ত তা দেখা সম্ভব নয়।
তাহলে ব্ল্যাকহোল তো একটি ক্ষুদ্র কণা, যার নিজস্ব আলো নেই,তাহলে এর ছবি কিভাবে তোলা হলো?
আসলে ব্ল্যাকহোলের কোনো ছবি আপাত পক্ষে তোলাই হয়নি, কারন তা সম্ভব না।মূলত ব্ল্যাকহোলের ছায়া(shadow) এর ছবি তোলা হয়েছে।ব্ল্যাকহোলের আশেপাশে যে কমলা রিং দেখা যাচ্ছে,সেটাও ব্ল্যাকহোলের নিজস্ব আলো নয়।
এটি বিজ্ঞানীদের তৈরি একটি কালার ম্যাপ।যেখানে বস্তুর নির্গমনের বিষয়টি মূলত এর উজ্জ্বলতার উপর ভিত্তি করেই কালার ম্যাপ টি করা হয়েছে।
নোট: সম্প্রতি ব্ল্যাকহোল এর একটি ছবি তোলা হয়েছে বলে বিজ্ঞানীরা দাবী করেছেন।
নিচের ভিডিওতে দেখে নিন:
ব্ল্যাকহোল দাবী করা ছবিটি এক্সপ্লেইন ভিডিও
এখানে হলুদ আলো সবচেয়ে তীব্রতা বোঝায়,লাল আলো তার চেয়ে কম,আর কালো জায়গা টুকু তে নেই বললেই চলে।এই কালো জায়গা টুকুই হচ্ছে ব্ল্যাকহোলের সেই ছায়া।
সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথাঃ General theory of Relativity আর Quantum Physics এই theory গুলো তাদের স্ব স্ব ক্ষেত্রে গ্রহনযোগ্যতা পেলেও একে অপরকে এরা সমর্থন করেনা।মানে Theory Of Relativity এর দৃষ্টিতে Quantum physics ভুল,অন্যদিকে Quantum physics এর ক্ষেত্রে Theory of Relativity ভুল।
ব্ল্যাকহোল কে পরিপূর্ণ ভাবে ব্যাখ্যা করতে গেলে এই দুইটা থিওরির মদ্ধে বিরোধ মেটানো খুব খুব জরুরি।
ব্ল্যাকহোল সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন:
0 Comments