Ad Code

Responsive Advertisement

প্রবীর ঘোষ এর বই সমগ্র PDF

Probir Ghosh Jpg

 প্রবীর ঘোষ 

প্রবীর ঘোষ (জন্ম ১ মার্চ, ১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। 

প্রতিষ্ঠাতা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির।ও এখনো সভাপতি আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির । 

 বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষ যে কোনো ধরণের অলৌকিক শক্তির প্রমাণ প্রদানকারীকে ৫০,০০০ ভারতীয় রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন। 

তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন। 

যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে।


প্রবীর ঘোষ এর বই সমগ্র

অলৌকিক নয় লৌকিক – প্রবীর ঘোষ
[ অলৌকিক নয় লৌকিক – ১ 
অলৌকিক নয় লৌকিক – ২  
অলৌকিক নয় লৌকিক – ৩     
অলৌকিক নয় লৌকিক – ৪ ]

প্রবীর ঘোষের লিখিত বই:

তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে:
  1. অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত),
  2. জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,
  3. মনের নিয়ন্ত্রণ যোগ ও মেডিটেসান
  4. সংস্কৃতিঃ সংঘর্ষ ও নির্মাণ,
  5. আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,
  6. পিংকি ও অলৌকিক বাবা,
  7. অলৌকিক রহস্য জালে পিংকি,
  8. ধর্ম-সেবা-সম্মোহন,
  9. গোলটেবিলে সাফ জবাব ইত্যাদি।

Post a Comment

1 Comments

Close Menu