Ad Code

Responsive Advertisement

হিমুর নীল জোছনা PDF

Himur nill jochna jpg


বইয়ের নামঃ হিমুর নীল জোছনা

লেখকের নামঃ হুমায়ুন আহমেদ

প্রকাশকঃ অন্যপ্রকাশ
সাইজঃ ৫ এমবি
মোট পাতাঃ ৮০ টি
বইয়ের ধরণঃ উপন্যাস
সিরিজঃ হিমু (Himu #১৮)
ফরম্যাটঃ পিডিএফ (PDF)
DOWNLOAD


বুক রিভিউ

বই : হিমুর নীল জোছনা
লেখক : হুমায়ূন আহমেদ
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশনা : অন্যপ্রকাশ
মোট পৃষ্ঠা: ৮০
মূল্য: ১৩৫ টাকা

পাঠ্য প্রতিক্রিয়া :
"হুমায়ূন আহমেদ" স্যারের সম্পর্কে বা তার লিখা সম্পর্কে কিছু বলতে হবে না জানি। কিন্তু আমার মতামত আমি তুলে ধরছি - "হুমায়ূন আহমেদ" নাম সহ পুরো মানুষটা আমার কাছে বিশাল বড় একটা হ্যাস ট্যাগ। জীবনের বাস্তবিক কথা যেমন একজন চোর থেকে একজন উকিল পর্যন্ত মানুষ গুলোর কথা খুব সহজ সাবলীল ভাষায় লিখেছেন তিনি।

 আমার দৃষ্টিতে তার বিষেশ গুণ হচ্ছে "মধ্যবিত্ত" নামক যে অভিশাপ রয়েছে আমাদের জীবনে সেসব কথা কলমের কালিতে খুব সুক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন স্যার ।

"হিমুর নীল জোছনা" বই সম্পর্কে বলি- গল্পটা শুরু হয় "ছামাদ"নামক এক বহুরূপী চরিত্রের হাত ধরে। লোকটা সাথে করে অনেক আপদ-বিপদ হিমু'র কাছে নিয়ে আসে। এরপর হিমু'র পরিচয় হয় একজন খুনি বাবা'র সাথে, যার ফুটফুটে দুটি মেয়ে সন্তান রয়েছে।

পুলিশের মধ্যেও যে ভালো মানুষ আছে তা প্রকাশ পেয়েছে "নাজমুল হুদা" চরিত্রে।লেখক গল্পের বেশীরভাগে ঐ সময়কার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন , "কংকন" নামক যে চরিত্র আছে সেরকম লোকদের সাথে আমরা কম বেশী সবাই পরিচিত।

আমাদের চিরচেনা পথ মালিবাগ, কলাবাগান এবং ধানমন্ডি এ পথ গুলো ধরেই "হিমুর নীল জোছনা" গল্পটা হেঁটেছে। শেষাংশে দিকটায় হিমু'র বাবার একটি চিঠি আছে, যা সবার জন্য শিক্ষনীয়। গল্পর লিখায় অথবা ভাবে বা ইশারায় ভালো মানুষ হওয়ার মূল মন্ত্র রয়েছে। গল্পটা শেষ হয় হিমুর এবং প্রত্যেক পুরুষের কল্পনার নয়িকা "রূপা" চরিত্রের হাতে অর্থাৎ একদম শেষে সে দৈহিক ভাবে উপস্থিত না হতে পারলেও মানসিক ভাবে উপস্থিত হয়েছেন।


আমার মতে গল্পের আসল আকর্ষণ ছিল ৫টা জুটি :খুনি স্বামী আর তার হাতে খুন হওয়া স্ত্রী, বৃদ্ধ-বৃদ্ধা, ওসি-নায়িকা, কংকন - সুমনা এবং হিমু-রূপা।


আমার কাছে "হিমুর নীল জোছনা" জ্ঞানে ভরা ছোট গল্প মনে হয়েছে। কারণ, মাত্র ৬ ঘন্টা লেগেছে বইটা পড়া শেষ করতে অর্থাৎ আমার ১দিনে পড়ে শেষ করা তৃতীয় বই "হিমুর নীল জোছনা"। বাকী সব কিছু আপনারা জানতে পারবেন বইটা পড়লেই, তো দেরি না করে "হিমুর নীল জোছনা" বই সংগ্রহ করে পড়ে ফেলুন।

শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

Post a Comment

0 Comments

Close Menu