Ad Code

Responsive Advertisement

এ এক অন্য ইতিহাস By গোলাম আহমদ মর্তুজা pdf download


এ এক অন্য ইতিহাস By গোলাম আহমদ মর্তুজা pdf download

গোলাম আহমদ মোর্তজা এমন একজন ব্যক্তি, যাকে পশ্চিমবঙ্গের বাংলাভাষী হিন্দুরা প্রচণ্ড ভয় পায়। আমি বাঙালি হিন্দু পোস্ট পেজে দেখেছিলাম, পশ্চিমবঙ্গের একজন হিন্দু বলছে “আপনারা হিন্দু পেজগুলোতে কেবল জাকির নায়েককে নিয়ে কথা বলেন,
কিন্তু পশ্চিমবঙ্গে গোলাম আহমদ মোর্তজার সামনে তো কেউই দাঁড়াতে পারে না। কারণ সে ইতিহাস সামনে রেখে কথা বলে।”

জাকির নায়েকের ভূমিকা রক্ষণাত্মক, গোলাম আহমদ মোর্তজার ভূমিকা অনেকটা আক্রমণাত্মক। রক্ষণাত্মক খেলা খেলে জাকির নায়েককে ভারত থেকে তার টিভি চ্যানেলসহ বহিষ্কৃত হতে হয়েছে। বিপরীতে গোলাম আহমদ মোর্তজাকে ভারত সরকার পুলিশ প্রটেকশন দিয়ে রাখে এই ভয়ে যে, তার কোন ক্ষতি হলে তার দায় অবধারিতভাবে ভারত সরকারের কাঁধে এসে পড়বে, যেহেতু ভারত সরকারই তার বই বাজেয়াপ্ত করেছিল।
  1. ◾  এ এক অন্য ইতিহাস ১ম খণ্ড – গোলাম আহমাদ মোর্তজা
  2. ◾  এ এক অন্য ইতিহাস ২য় খণ্ড – গোলাম আহমাদ মোর্তজা

Post a Comment

0 Comments

Close Menu