Ad Code

Responsive Advertisement

বাংলা ভাষার যে দশটি বই নোবেল পাওয়ার যোগ্য!

বাংলা সাহিত্যের কোনো বই কি সত্যিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? যদিও পুরস্কারটা লেখক কে দেওয়া হয় তাঁর সামগ্রিক কাজের জন্য কিন্ত কোনো একটি বিশেষ বই তো থাকেই যা তাকে বিশ্বে পরিচিত করে। অনেক ভেবে একটা লিস্টি বানালাম। দেখুন একমত হন কিনা।

1. শরৎচন্দ্র এর শ্রীকান্ত (প্রথম 2টি খন্ড। রমা রল্যা একবার শ্রীকান্তর পাঠ শুনে মুগ্ধ হয়ে গেছিলেন।)
2. বিভূতিভূষণ ও তাঁর আরণ্যক (পথের পাঁচালি কোনোভাবেই নয়)
3 তারাশঙ্কর ও তাঁর হাঁসুলি বাঁকের উপকথা
4. মানিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পদ্মানদীর মাঝি
5. সতীনাথ ভাদুড়ী র ঢোঁড়াই চরিত মানস (সুনীল গঙ্গোপাধ্যায় বার বার বাংলা সাহিত্যের সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে শক্তিশালীএই উপন্যাস টির জন্য ওকালতি করে গেছেন)
6. দেবেশ রায় ও তাঁর তিস্তা পারের বৃত্তান্ত
7. সুনীল গঙ্গোপাধ্যায় ও তাঁর সেই সময়
8. অতিন বন্দ্যোপাধ্যায় ও তাঁর নীলকন্ঠ পাখির খোঁজে
9. মহাশ্বেতা দেবী তাঁর সামগ্রিক কাজের
জন্য।
10. জীবনানন্দ দাশ সামগ্রিক কবিতার জন্য

এরকম উপন্যাস আরো আসবে বাংলায় কিন্ত পৃথিবী জানবে নোবেল পাওয়ার মত লেখা শুধু ইউরোপ আর আমেরিকা মহাদেশের লবিবাজ রাই লেখেন। পুরস্কার দেয়ার লেখকের এতই অভাব পড়বে যে বব ডিলান কে নোবেল দিতে হবে। আর ভালো অনুবাদের অভাবে বাংলার এই উপন্যাস গুলোর কথা কেও জানবেই না।
পুনশ্চঃ বিভূতিভূষণের পথের পাঁচালি, অদ্বৈত মল্লবর্মণ এর তিতাস একটি নদীর নাম, আখতারুজ্জামান ইলিয়াস এর খোয়াবনামা কে অনেক ভেবেচিন্তে সচেতন ভাবেই বাদ দিয়েছি।

Post a Comment

0 Comments

Close Menu