১- সিএনজি ট্যাক্সির দরজার ছিটকিনি কখনোই ঠিক থাকবে না। যাত্রী ভেতরে বসে কিছুক্ষণ চেষ্টা করবে তারপর সামনে থেকে ড্রাইভার এক কোপে লাগিয়ে দিবে।
২ - বডি স্প্রে... বন্ধু বান্ধবের বাসায় গেলে এই জিনিস চোখে পড়লেই কেমন জানি হাত নিশফিস করে। যত টুকুর প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ব্যাবহার করা হয় এবং বেচারি বন্ধু কাঁদো কাঁদো মনে হাসি হাসি মুখ করে তাকিয়ে এই দৃশ্য সহ্য করে।
৩ - মধ্যবিত্ত পরিবার গুলোর টিস্যুর প্রতি একটা দুর্বলতা আছে। রেস্টুরেন্ট কিংবা কোথাও খেতে বসলে এই জিনিস দেখা মাত্রই লুফে নিবে এবং বেশ কিছু পকেটে রেখে দিবে। পরবর্তীতে কাজে লাগবে। বেশির ভাগ সময়ই সেটা আর কাজে লাগে না।
৪ - সব শিশুরাই একটা বয়সের পর বড়দের মত হতে চায়। বড়দের জুতা পায়ে দিয়ে ঘুরে বেড়াবে। বাবার ইয়া বিশাল শার্ট গায়ে দিয়ে সবাইকে আনন্দ দিবে। কেন জানি না... সব শিশুরাই বড় হতে চায় আর সব বৃদ্ধরা একটা পর্যায় শিশু হয়ে যায়। শিশুরা ঠিকভাবে হাঁটতে পারে না, বৃদ্ধরা ও পারে না। লাঠির প্রয়োজন হয়।
প্রথম দিকে শিশুদের একটা দুটা দাঁত থাকে...শেষ বয়সে বৃদ্ধদেরো।
৫ - গ্যাস বেলুন এবং সমপাপড়ি দেখলেই আমাদের কিনতে ইচ্ছে করে কিন্তু একটা বয়সের পর তা আর হয়ে উঠে না।
৬ - মানুষের একান্ত কিছু ব্যক্তিগত সময় আছে। এই সময় প্রবল ব্যক্তিত্ববান মানুষ ও কিছু ছেলেমানুষি আচরণ করে। কেউ জানে না।
৭ - ভূত বিশ্বাস না করলেও সবাই কখনো না কখনো জীবনে একবার হলেও ভূত দেখে।
৮ - সবার জীবনের শ্রেষ্ঠ প্রেম হচ্ছে ছেলেবেলার কোন অবুঝ গল্প।
৯ - প্রায় ফটোকপির দোকানে দেখবেন এদের অন্তত একটি ফটোকপি মেশিন নষ্ট হয়ে পরে আছে। সেটা কখনোই ঠিক করানো হয় না।
১০ - সমুদ্রের কাছে গেলে সবাই কিছুটা সমুদ্রের মত হয়ে যায়। শত হৈ হুল্লোরের মাঝেও যে কোন একটি মুহূর্তে সে দার্শনিকের মত চিন্তা করতে শুরু করে। কাউকে বুঝতে না দিলেও এই ব্যাপারটি তার খুব ভাল লাগে।
এ.পি.জে আবদুল কালামের মহামূল্যবান বাণীগুলো পাল্টে দেবে আপনার চিন্তাধারাকে
১. স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।
২. তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে।
৩. একটি ভাল বই একশত ভাল বন্ধুর সমান কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরীর সমান।
৪. সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে।
৫. জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
৬. জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে সময় শিখায় জীবনের মূল্য দিতে।
৭. তোমার কাজকে ভালবাস কিন্তু তোমার কোম্পানিকে ভালবাসো না। কারন তুমি হয়ত জান না কখন কোম্পানিটি তোমাকে ভালবাসবে না।
৮. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো।
৯. ছাত্রজীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে, হয়ে গেলাম রকেট বিজ্ঞানী
১০. জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
১১. জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।
১২. পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। এটা হঠাৎ করেই আসে না। ধীরে ধীরে আসে।
১৩. যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।
১৪. জীবন হলো একটি জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
১৫. আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো।
১৬. যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক।
১৭. শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে।
১৮. তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা।
১৯. উত্কর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা কোনো দুর্ঘটনা নয়।
২০. জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব, যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে।
২১. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ।
২২. যে হূদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।
২৩. শিক্ষাবিদদের বিচক্ষণতা, সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত।
২৫. যদি একটা দেশকে সম্পূণর্রূপে দুর্নীতিমুক্ত ও একটা জাতিকে সুন্দর মনের অধিকারী করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি, তিনজন ব্যক্তি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন- বাবা, মা ও শিক্ষক।
২৬. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি।
২৭. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশী শিখতে পারে ।
২৮. আকাশের দিকে তাকাও। আমরা একা নই। মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতীম। যারা স্বপ্ন দেখে ও সে মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা দেয়।
২৯. আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বেশী বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন।
৩০. সফলতার গল্প পড়ে ধারণা পাওয়া যায় না, পাওয়া যায় বার্তা। সফল হতে চাইলে পড়তে হবে ব্যর্থতার গল্প। এতে ভালো একটি ধারণা অবশ্যই পাওয়া সম্ভব।
৩১. একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে খারাপ ছাত্র যা শিখে। তার চাইতে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক কিছুই শিখে।
0 Comments