লিখেছেন: যোয়াদ আরিফ
মানব সংশয় (এডলফ হিটলারের আত্মহত্যা)
বিপ্লবী নেতা চে'গুয়েভারা আর নাজি নেতা এডলফ হিটলার, উভয়েই আমার কাছে পৃথিবী সেরা ব্যক্তিত্বদের মধ্যে। যদিও তাদের সময়ের অনেকের কাছেই তারা খারাপ বৈকি আর কিছুই না !
প্রসঙ্গ হিটলারের আত্মহত্যা, যা এখনো গুজব আর মানব সংশয়ের মত !!
একদল ইতিহাসবিদ দাবি করছে হিটলার তার নিজের শটগান দিয়ে আত্মহত্যা করেছেন। আবার বেশ কিছুদিন আগে জার্মানির বার্লিনে ব্রাডেনবার্গ গেটের দক্ষিণে একটি সরকারী ভবন নির্মানের সময় শ্রমিকরা মাটি খুড়তে গিয়ে একটি বাঙ্কারের অস্তিত্ব পান। ধারণা করা হয় আত্মহত্যার পূর্বে হিটলার তার স্ত্রী সহ এখানেই ছিলেন। আর খুব সম্ভবত ১৯৪৫ সালের ৩০ শে এপ্রিল তিনি তার স্ত্রীকে নিয়ে আর্সেনিক নামের বিষ পান করেন, যার ফলে তার মৃত্যু হয়।
কিন্তু ব্রাজিলিয়ান লেখিকা সিমোনি রেনি গুয়েরেইরো ডায়াস তার "হিটলার ইন ব্রাজিল" বইয়ে হিটলারের জীবনী সম্পর্কে নতুন ধারণা দেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলার যখন তার পরাজয়ের প্রহর গুনছিল, তখন তিনি পালিয়ে প্রথমে আর্জেন্টিনা যান, এরপর সেখান থেকে প্যারাগুয়ে আর অবশেষে ব্রাজিলে গিয়ে আত্মগোপন করেন। আর জীবনের বাকিটা সময় তিনি ব্রাজিলের লেইপজিগে কাটান।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ১৯৯৪ সালে ৯৫ বছর বয়সে হিটলার স্বাভাবিক ভাবেই মৃত্যুর স্বাদ নেন !! আর বইটি প্রকাশ পাবার পর বইটির লেখিকা ইন্ডিয়া টুডে'র একটি প্রতিবেদনে পুরো ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দেন মিডিয়াতে !!
ব্যাপারটা নিয়ে রীতিমত গবেষণা চলছে আর চলবেও অনন্তকাল !! মানব সংশয় যে দূর করতে হবে !!
হ্যাপি রিডিং
:)
0 Comments