বই: রিস্তেদারের কাঁটা
লেখক: নারায়ন স্যানাল
রিভিইউ লিখেছেন: আরিফ হোসেন রুদ্র
|
রিস্তেদারের কাঁটা |
পি কে বাসুকে তো সবাই চেনেনই। ডিটেকটিভ না, ব্যারিস্টার। যে মক্কেলকে তিনি নির্দোষ মনে করেন শুধুমাত্র তারই কেস হাতে নেন। এবং আশ্চর্যজনক ভাবে সে কেস কখনো তিনি হারেন না। এই
কারনেই অপরাধীরা তার দ্বারস্ত হন না সহজে। কারন পি কে বাসুর কাছ থেকে রিজেক্টেড হলে কারোরই আর বুঝতে বাকি থাকেনা যে লোক আসলেই গিলটি! যাইহোক, ব্যারিস্টার সাহেবের লাইব্রেরি রুমে একটা মেয়ে বসে আছে। মেয়েটির নাম স্মরণিকা সেন এবং তিনি সদ্য দুবাই থেকে ফিরেই ট্যাক্সি চেপে চলে এসেছে ব্যারিস্টার সাহেবের বাসায়। নিজের বাসায় না গিয়ে কেন ব্যারিস্টারের দ্বারস্থ হলেন তার বর্ণনা লেখা আছে মেয়েটির হাতে ধরা চিঠিটিতে। চিঠির প্রেরক স্মরণিকা ম্যাডামের তিন কুলের একমাত্র আপনজন তার জেঠু।
চিঠিতে তিনি যা জানিয়েছেন তাতে বোঝা যাচ্ছে কোনো একটা ক্যাচাল বেধেছে বাড়িতে। আর সেই ক্যাচাল সুরাহার ভার হয়তো ব্যারিস্টার সাহেবের ওপরই বর্তাবে।
গল্পটার শুরু এরকম সাধাসিধে ভাবে হলেও যতো সামনে এগুবেন ততোই ভালো লাগা বাড়তে থাকবে। গোয়েন্দাভিত্তিক বলা চলেনা কেননা ব্যারিস্টার সাহেব ফেলুদা কিংবা বক্সীর পদ্ধতিতে রহস্য উন্মেচন করেন না। ওনার পদ্ধতিটা খানিকটা ভিন্ন।
পড়ে দেখতে পারেন আশা করি আশাহত হবেন না।
0 Comments