Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর।


রিভিউ লেখকঃ Al Shahriyar Mahi 
শেষের কবিতা।
-- রবীন্দ্রনাথ ঠাকুর।
রেটিং :- ১০/১০
★ ঝরনা,তোমার স্ফটিক জলের
স্বচ্ছ ধারা -
তাহারি মাঝারে দেখে আপনারে
সূর্য তারা।
অমিত রায় ব্যারিস্টার। টাকাওয়ালা বাবার একমাত্র ছেলে। অবশ্য তার দুটি বোনও রয়েছে,যাদের ডাকনাম সিসি ও লিসি। দীর্ঘ ৭ বছর অক্সফোর্ডে কাটানোর পর এখন
কলকাতাতেই বাস। সাহিত্য-স্টাইল-মেধা সবকিছু মিলিয়ে অসাধারণ ছেলে অমিত। অনেক মেয়েরই অমিতকে নিয়ে হৃদয় ঘটিত সমস্যা রয়েছে। তাদেরই একজন কিটি, ভালো নাম কিতকী। পশ্চিমাদেশের ফ্যাশনে নিজেকে মুড়িয়েও অমিতের হৃদয় হরণ করতে পারেনি কিতকী। অমিতের বোন সিসির সাথে কিটির আবার বেশ ভাব। অমিতের বিয়ে নিয়ে বাবা বোন এমনকি পাড়াপড়শির পর্যন্ত আগ্রহের শেষ নেই। এমন সোঁনার জামাই কে না পেতে চায়? কিন্তু অমিত? তার কোনদিকেই যেন ভ্রুক্ষেপ নেই। সারাদিন ইংরেজি গল্প-কবিতার বই নিয়ে পরে থাকা ছাড়া আর কোন কাজ নেই যেন। নিজেকে সবার থেকে আলাদা প্রমাণে তটস্থ অমিত। হঠাৎ একদিন কি যেন ভূত মাথায় চেপে বসে।
বেরিয়ে পরে প্রকৃতির সন্ধানে। এমনই এক আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ে দেখা হয় লাবণ্যনের সাথে। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। অমিতের মনে হয় তার জীবন যেন সেখান থেকে আবার নতুন করে শুরু হয়েছে।
লাবণ্য পাহাড়ি এলাকার সাদাসিধে মেয়ে। সিসি, লিসি কিংবা কিতকীর মত পশ্চিমাদেশের হাওয়া এখনো গাঁয়ে
লাগেনি। লাবণ্য তখনো রবি ঠাকুরের কাব্যতে মুগ্ধ হয়।
এদিকে লাবণ্যের বাবার টেনশনের শেষ নেই। মেয়ের বড় হচ্ছে। পরের ঘরে তাকে দিতেই হবে। লাবণ্যর বাবার পছন্দের এক ছেলে ছিল, শোভানল। বিদ্যে বুদ্ধিতে তার কোন তুলনা নেই। শোভানলের আবার লাবণ্যর প্রতি দূর্বলতা ছিল। কিন্তু লাবণ্য? তার তো শোভানলের প্রতি স্নেহ ভালোবাসা ছিল না। তবে কি অমিতের প্রণয়ে পাগল হয়ে তার সাথেই বাসর বাঁধে লাবণ্য?
তাহলে শোভানলের কী হয়?
আর কিতকী? সে কি মুখ বুজে সব কিছু মেনে নেয়?
বিধাতার এক ধাঁধাঁর জানে আটকে যায় অমিত রায়, লাবণ্য, কিতকী আর শোভানলের জীবন।
কিন্তু কি হয় তাদের? জানতে হলে অবশ্যই পড়তে হবে
রবীন্দ্রনাথের " শেষের কবিতা "।
পাঠ প্রতিক্রিয়া :- রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী প্রেমের উপন্যাস শেষের কবিতা। ভাষার দিকে থেকে যথেষ্ট অভিজাত্যের ছোঁয়া পাওয়া যায়। গল্পের মাঝে মাঝে কবিতার ব্যবহার আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে।
এক কথায় বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি।
প্রিয় লাইন :- কলম হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওখান থেকে যে আলো ঠিকরে পরে তাই হলো কালচার।

Post a Comment

0 Comments

Close Menu