লিখেছেন: মাসুমা আক্তার
বইয়ের নামঃ সুপ্রভাত ফিলিস্তিন [ম র্নি ং স ই ন জে নি ন]
লেখকঃ সুজান আবুলহাওয়া
অনুবাদঃ নাজমুস সাকিব
প্রকাশকালঃ ফেব্রুয়ারী, ২০১৮
প্রকাশনীঃ নবপ্রকাশ
মূদ্রিত মূল্যঃ ৪৮০ টাকা
'মর্নিংস ইন জেনিন' ফিলিস্তিনের শহর জেনিনের একটি গ্রামের গল্প। তীন আর জয়তুন গাছে আচ্ছাদিত এক ছায়া সুনিবিড় গ্রাম আইনে হুজ। কিন্তু এ গল্প কি কেবলই আইনে হুজের? না, এ গ্রন্থ গল্প বলেছে পুরো ফিলিস্তিনের,
ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের আদি-অন্ত বয়ান করেছে ভালোবাসার টলটলে চোখে।
সেই ধারাবর্ণনায় উঠে এসেছে সংগ্রাম, আত্মদান, ভালোবাসা, প্রতীক্ষা, প্রেম এবং ফিলস্তিনের প্রতিটি রক্তবিন্দুর বুকফাটা আকাঙ্খা।
৭০ বছরের নিরন্তর প্রতীক্ষা।
জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে জেনিনের জলপাই বাগানে তারা যাপন করছে তাঁবুজীবন। প্রজন্মের পর প্রজন্ম এসে দাঁড়িয়েছে আল-কুদসের আঙিনায়-একদিন ফিরে পাবে হৃদয়ের হৃত জমিন। প্রতিটি ভোর এসে তাদের কানে শুনিয়েছে বিজয়ের নাকারা।
এমনই এক হৃদয়ভাঙা আকুতি নিয়ে রচিত হয়েছে সুজান আবুলহাওয়ার বিখ্যাত উপন্যাস মর্নিংস ইন জেনিন। এ পর্যন্ত ২৬ টি ভাষায় অনূদিত এ উপন্যাসটি জন্মভূমির জন্য ফিলস্তিনের মানুষের ভালোবাসার এক অবদমিত দলিল হয়ে প্রতিভাত হয়েছে বিশ্বজুড়ে।
0 Comments