এই যে আমি বকবক করে যাচ্ছি, আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন। কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্যে অন্য কিছু ভাবছেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিসির আলি জবাব না দিয়ে চুপ করে রইলেন। তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন।
রিভিউ
শুরু কথা: পাঠাক মহলে একটা কথা শুনেছিলাম, "হুমায়ূন আহমেদ" শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের যাপিত জিবনের আনন্দ-বেদনা,সুখ-দুঃখ,ট্রাজেডি, নগরবাসী ও গ্রামবাসীর সাদামাটা কাহিনীই উপন্যাসে বেশি লেখে। প্রথমে দু'একটা ভালো লাগবে, পরে বিরক্ত লাগবে।
আমিও ঠিক এমনটি বোধ করছিলাম কিছুদিন যাবৎ। "তিথীর নীল তোয়ালে" বইটা পড়ার সময় বিরক্তই লেগেছিলো।
"আমিই মিসির আলী" বইটা হাতে নিলাম। অনেকটা বিরক্তভাবেই নিলাম। পড়ার তেমন ইচ্ছা ছিলোনা। কিন্তু "মিসির আলী" হুমায়ূন সাহেবের অন্যতম সেরা চরিত্রের একটি।
মুলত চরিতটা কেমন? "হিমুর" মত বিরক্তিকর নয়তো!(ব্যক্তিগত মত) এটা জানার জন্যেই অনিহা সত্ত্বেও শুরু করলাম।
৯৬পৃষ্ঠা, ঢাকা থেকে দোহার।বাসের মধ্যেই শেষ করতে হবে। এ'রকম একটা গা-ছাড়া ভাব নিয়ে শুরু করলাম। (বই পড়ার জন্যে আমার পছন্দের সময় হলো গাড়িতে তাই ব্যাগে সর্বদা বই রাখি)
বই সম্পর্কে: ১৯ নাম্বার পৃষ্ঠায় যখন সুলতান সাহেবের চিঠি পড়ছিলো মিসির আলী, এবং টোপের
অংশে আসলো, নড়েচড়ে বসলাম। কোন কারন ছাড়াই ভিতরে একটা নীরব থ্রিল অনুভব করলাম।
আর যখন সুলতান সাহেবের বাগানবাড়িতে মিসির আলী আসলো, তখন বাড়ির বর্ণনা পড়ে আমার
এমন মিষ্টি থ্রিল অনুভব হলো যা সাধারণত স্পেনীশ থ্রিলার দেখার সময় হয়। বই যতই সামনে
চলছিলো আমার ভিতরের উত্তেজনাও বাড়ছিলো।
কী আছে এই বাড়িতে? কেন ডেকে আনা হলো মিসির আলীকে এই বাড়িতে ?
জাষ্ট! লোম দাঁড়িয়ে যাওয়ার মত অবস্থা।
উপরে যতটুকু বললাম এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যাবে , তাই আর না বলাই ভালো ।
তবে "মিসির আলী" সম্পর্কে এতদিন যা শুনেছি,এবং বইয়ের শুরুতে হুমায়ূন সাহেব "মিসির
আলী"র। পরিচয় যা দিলো, তাতে আমার মনে যে, সাদামাটা "মিসির আলী"র রূপ তৈরি হয়েছে,
সম্পূর্ণ তার উল্টোটাই পেয়েছি।
আর যেরকম পেলাম আমি পুরোই ফিদা! এতটাই ফিদা যে, আমার একটা ইচ্ছা ছিলো হুমায়ূন
আহমেদে"র বই কখনো কিনে পড়বো না।
এটার কারনও আছে অনেকগুলো, তারকমধ্যে অন্যতম হলো, সবার কাছেই উনার বই পাওয়া যায়।
কিন্তু এই বইটি পড়ার পড় ঠিক করেছি, মিসির আলী নিয়ে সবগুলো বই কিনবো এবং খুব দ্রুত।
আর একটা কথা অকপটে স্বীকার করবো এখন পর্যন্ত "মিসির আলী"ই আমার দেখা হুমায়ূন
আহমেদের সেরা চরিত্র।
0 Comments