Ad Code

Responsive Advertisement

ফরহাদ মজহারের সমগ্র বই তালিকা

ফরহাদ মজহার

ফরহাদ মজহার (জন্ম: ৯ আগস্ট ১৯৪৭) একজন বাংলাদেশি কবি, কলামিস্ট, লেখক, ঔষধশাস্ত্রবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী।

পড়ালেখা
ফরহাদ মজহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে ঔষধশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে ডিগ্রি লাভ করেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সামাজিক অর্থনীতিতেও গবেষণা করেছেন।

চিন্তা নামক একটি পত্রিকার সম্পাদক মজহার উবিনীগ এনজিও গঠন করে নয়াকৃষি আন্দোলনও শুরু করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল: প্রস্তাব, মোকাবিলা, এবাদতনামা ও মার্কস পাঠের ভূমিকা।

সমালোচনা

ফরহাদ মজহার সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য ২০১৩-২০১৪ সালে গণমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হন।

 সলিমুল্লাহ খানের সাথে তাঁর বিতর্ক লেখক ও বুদ্ধিজীবী মহলে বেশ সাড়া ফেলেছিল।

অপহরণ
২০১৭ সালের ৩ জুলাই ঢাকার শ্যামলীর আদাবরের নিজ বাড়ি থেকে ভোর পাঁচটার দিকে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়। 

এর ১৮ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে যশোরের অভয়নগরে একটি বাস থেকে উদ্ধার করে



ফরহাদ মজহারের গ্রন্থতালিকা:

  • ভাবান্দোলন [১৮.৯ মেগাবাইট] PDF
  • অসময়ের নোটবই [  ২.৯ মেগাবাইট] PDF
  • খুন হবার দুই রকম পদ্ধতি: রোকে ডালটনের কবিতা [ ১.১ মেগাবাইট] PDF
  • বৃক্ষ [১.৯ মেগাবাইট] PDF
  • তিমির জন্য লজিকবিদ্যা [১৪.৮ মেগাবাইট] PDF
  • ক্ষমতার বিকার [৮.৫০ মেগাবাইট] PDF
  • মোকাবিলা [৭.৭৭ মেগাবাইট] PDF
  • প্রস্তাব [৮.৮৬ মেগাবাইট] PDF 
  • অর্থশাস্ত্র পর্যালোচনার একটি ভূমিকা [৯.২৪ মেগাবাইট] PDF
  • এবাদতনামা [ ১৬ মেগাবাইট] PDF
  • আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে [ ৮.০১ মেগাবাইট] PDF
  • মার্কস পাঠের ভূমিকা [৬.৫৬ মেগাবাইট] PDF

এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ

গদ্য 


  1. প্রস্তাব(১৯৭৬)
  2. সশস্ত্র গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান প্রসঙ্গে (১৯৮৫)
  3. রাজকুমারী হাসিনা (১৯৯৫)
  4. সাঁইজীর দৈন্য গান (২০০০)
  5. জগদীশ (২০০২)
  6. সামনা সামনি: ফরহাদ মজহারের সঙ্গে কথাবার্তা (২০০৪)
  7. বাণিজ্য ও বাংলাদেশের জনগণ (২০০৪)
  8. মোকাবিলা (২০০৬)
  9. গণপ্রতিরক্ষা (২০০৬)
  10. ক্ষমতার বিকার ও গণশক্তির উদ্বোধন (২০০৭)
  11. পুরুষতন্ত্র ও নারী (২০০৮)
  12. ভাবান্দোলন (২০০৮)
  13. সাম্রাজ্যবাদ (২০০৮)
  14. রক্তের দাগ মুছে রবীন্দ্রপাঠ (২০০৮)
  15. সংবিধান ও গণতন্ত্র (২০০৮)
  16. নির্বাচিত প্রবন্ধ (২০০৮)
  17. জ্যাক দেরিদা-র চিহ্ন বিচার (২০১০)
  18. তিমির জন্য লজিকবিদ্যা (২০১১)
  19. প্রাণ ও প্রকৃতি (২০১১)
  20. মার্কস পাঠের ভূমিকা (২০১১)
  21. ডিজিটাল ফ্যাসিবাদ (২০১২)
  22. যুদ্ধ আরো কঠিন আরো গভীর (২০১৪)
  23. ব্যক্তি বন্ধুত্ব ও সাহিত্য (২০১৬)
  24. মার্কস, ফুকো ও রুহানিয়াত (২০১৮)


কবিতা 


  1. খোকন এবং তার প্রতিপুরুষ (১৯৭২)
  2. ত্রিভঙ্গের তিনটি জ্যামিতি (১৯৭৭)
  3. আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে (১৯৮৩)
  4. সুভাকুসুম দুই ফর্মা (১৯৮৫)
  5. বৃক্ষ: মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ক কবিতা (১৯৮৫)
  6. অকস্মাৎ রপ্তানিমুখী নারীমেশিন (১৯৮৫)
  7. খসড়া গদ্য (১৯৮৭)
  8. মেঘমেশিনের সঙ্গীত (১৯৮৮)
  9. অসময়ের নোটবই (১৯৯৪)
  10. দরদী বকুল (১৯৯৪)
  11. গুবরে পোকার শ্বশুর (২০০০)
  12. কবিতার বোনের সঙ্গে আবার (২০০৩)
  13. ক্যামেরাগিরি (২০১০)
  14. এবাদতনামা (২০১১)
  15. এ সময়ের কবিতা (২০১১)
  16. যে তুমি রঙ দেখোনি (২০১১)
  17. কবিতাসংগ্রহ (২০১১)
  18. তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি? (২০১৬)
  19. সদরুদ্দীন (২০১৮)


নাটক 


  • প্রজাপতির লীলালাস্য (১৯৭২)

অনুবাদ 


  1. অর্থশাস্ত্র পর্যালোচনার একটি ভূমিকা (মূল: কার্ল মার্ক্স) (২০১০)
  2. খুন হবার দুই রকম পদ্ধতি (মূল: রোকে ডাল্টন) (২০১১)


Post a Comment

0 Comments

Close Menu