বইঃ নিঃসঙ্গ নক্ষত্র
লেখকঃ সাদাত হোসাইন
ISBNঃ9789849280439
প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০১৮
প্রকাশনী: ভাষাচিত্র
প্রচ্ছদ: খন্দকার সোহেল
পেজঃ ২৭০
মূল্য ৪৭০ টাকা
উপন্যাস টি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের কাহিনী। গল্পটা একজন মধ্যবিত্ত নারী অণুর কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধের গল্প, হেরে যাওয়ার গল্প, জিতে যাওয়ার জীবনমুখী গল্প, নিঃসঙ্গতার গল্প।
প্রিভিউঃ
-বিষয়টা স্বাভাবিক করার জন্যই সে বলল,'তোরা খুব ভালো বন্ধু তাই না?' অয়ন বলল,হু।ও আমার খুব ভালো বন্ধু আপু। অনু বলল,জীবনে ভালো বন্ধু খুব দরকার অয়ন।নিঃসঙ্গতার চেয়ে খারাপ কিছু আর নেই। অয়ন কী ভেবে হঠাৎ বলল,বন্ধু না হলেই কী মানুষ নিঃসঙ্গ হয়ে যায়?তার চারপাশে তো কত মানুষই থাকে? অনু বলল,মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না,মানুষ নিঃসঙ্গ হয় ভালো বন্ধুর অভাবে,কাছের মানুষের অভাবে।
-অনুরও কী নিজের একার একটা ঘরের স্বপ্ন নেই?একদম নিজের একটা ঘর।অনু দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও সামলে নিলো।এই স্বপ্নটা নিয়ে সে ভাবতে চায় না।হয়তো জগতের সকল মেয়েরই এই স্বপ্নটা থাকে,কিংবা সকল মানুষেরই।তবে সেই স্বপ্নে ওই নিজের ঘরের ভেতর নিজের একটা মানুষের স্বপ্নও থাকে।ঘরটার মতো সেই মানুষটাও হবে কেবল তার একার,নিজের।অনুরঠোঁটে কেমন অদ্ভুত মৃদু হাসি ফুঁটে উঠল,মানুষ কি অদ্ভুত প্রাণী!সে তার নিজেকে একা কখনো পরিপূর্ণ ভাবতে পারে না।
তার পরিপূর্ণ হয়ে উঠতে গেলে লাগে আরো একজন মানুষ।একজন নিজের মানুষ। -আচ্ছা, কেউ যদি আচমকা জেনে যায়, তার মৃত্যু আর কয়েকদিন পরই, তাহলে কেমন লাগবে তার? সবার প্রথম সে কী ভাববে?
-সত্যি ই তহ,বড়পুকে ছাড়া আমি কি করে থাকব!আমার আজকাল মনে হয়,আমি আসলে মরে যেতে ভয় পাই না।আমি বড়পুকে ছাড়া থাকতে ভয় পাই।আমার আরও একটা জিনিস মনে হয়,আমার মনে হয়,আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটাকে ভালোবাসি,সেই মানুষটা হচ্ছে বড়'পু।
পাঠপ্রতিক্রিয়াঃ নিঃসঙ্গ নক্ষত্র নিয়ে এতো ভালো ভালো রিভিউ পড়েছি যে এইটা নিয়ে নতুন করে রিভিউ লিখার মত কিছু বাকি নেয়। বইটা খুব অসাধারণ। অয়নের মৃত্যুটা আর অয়নের নোটবুকে কাজলা দিদি(বড়'পুকে) নিয়ে লিখা যখন পড়ি তখন অবচেতন মনেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। অয়নের মৃত্যুতে কষ্ট পাওয়ার থেকে ; অয়নের অপ্রকাশিত ভালবাসার জন্য, বুদ্ধিজীবীর বেঞ্চে বসে বেশি শূন্যতা অনুভব হয় নিজের মাঝে।
2 Comments
can any1 with the Free PDF link of this book?
ReplyDeletennk
ReplyDelete