Ad Code

Responsive Advertisement

হিমুর বাবার কথামালা PDF

বইয়ের নামঃ হিমুর বাবার কথামালা

লেখকের নামঃ হুমায়ুন আহমেদ

প্রকাশকঃ অন্বেষা প্রকাশন
সাইজঃ ২ এমবি
ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
মোট পাতাঃ ৪৬ টি
বইয়ের ধরণঃ উপন্যাস
সিরিজঃ হিমু (Himu)
ফরম্যাটঃ পিডিএফ (PDF)
For Download: Click Here

 রিভিউ


বই: হিমুর বাবার কথামালা
জনরা: হিমুর বাবার উক্তি সংকলন 
লেখক: হুমায়ূন অাহমেদ
প্রকাশনী: অন্বেষা
প্রকাশ কাল: বইমেলা ২০০৯
পৃষ্ঠা: ৪৭
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুদ্রিত মূল্য: ৮০৳

কাহিনী সংক্ষেপ:
হুমায়ূন অাহমেদ এর সৃষ্ট চরিত্র গুলোর মধ্য অন্যতম হলো হিমু। যার প্রতি অাকৃষ্ট হয়ে হাজার হাজার যুবক যেমন তপ্ত রোদেও খালি পায়ে হেঁটে বেড়ায়।

অাবার কখনোবা হলুদ পাঞ্জাবিতে ফিনকি ফোটা জ্যোৎস্না স্নানে মধ্য রাতে গৃহহারা হতে দ্বিধাবোধ করে না।

 এ চরিত্রের জন্য যেমন তিনি লক্ষ ভক্তের মন জয় করেছেন তেমনি ব্যাপক বিড়ম্বনার স্বীকারও হতে হয় তাকে।

নানা জনের নানা প্রশ্নে, অনুরোধে লেখক বলছেন, "অামার অবস্থা হচ্ছে ভিক্ষা চাই না হলুদ চিতাবাঘ সামলাও।" যে হিমুকে নিয়ে এত কথা তার বাবার পরিচয় কী, কেমন দেখতে লোকটা, কী ধরনের পোষাক হবে তার? বইয়ে লেখক তার সংক্ষিপ্ত পরিচয় দেয়ার চেষ্টা করেছেন। নিজের ছেলেকে মহাপুরুষ বানানোর যে স্কুল তিনি খুলছেন তার কিছু নিতীমালা বা হিমুর বাবার নানা সময়ে দেয়া উপদেশের সংকলন নিয়েই এ বই।

নিজস্ব মতামত:
ছোট পরিসরের মধ্য মোটামোটি ছিল বইটি। লেখকের মতেই বইটা বানিজ্যিক উদ্দ্যেশ্য ছাড়া কিছু না কেননা উপদেশ বা কথাগুলো বিভিন্ন বইয়ের হিমুকে দেয়া তার বাবার উপদেশ।

তবে নতুনত্ব লেখক ঠিকই একটু হলেও অানার চেষ্টা করেছেন। পোষাক নিয়ে কিছুটা রম্য কাহিনী, অার মহাপুরুষ বিষয়ক থিউরি দিয়ে।

 হিমুর বাবা তথা হুমায়ূন স্যারের নানা সময়ের বিশেষ কিছু উক্তি এক মলাটে হাতের কাছে পাওয়ার জন্য হলেও বইটা পড়া উচিত।

উপদেশগুলোর মধ্যে দু'একটা লাইন প্রিয় বটে,

  • ১. ঘুমাইয়া রাত নষ্ট করিও না।
  • ২. ভয় পাশ কাটাইবার বিষয় নহে। ভয় অনুসন্ধানের বিষয়। ঠিকমতো এই অনুসন্ধান করিতে পারিলে জগতের অনেক অজানা রহস্য সম্পর্কে অবগত হইবে।
  • ৩. কদাচ বিরক্ত মানুষের কাছে থাকিও না। বিরক্ত মানুষ ভয়ংকর।
  • ৪. মানুষের মনে পরম করুনাময় কিছু কাঁটা বিঁধাইয়া দেন। এ কাঁটার নাম মন্দ কাঁটা। তুমি যখনই কোনো মন্দ কাজ করিবে তখনই এই কাঁটা তোমাকে স্মরন করাইয়া দিবে। তুমি অস্বস্তি বোধ করিতে থাকিবে। ব্যথা বোধ না-- অস্বস্তিবোধ।

Post a Comment

0 Comments

Close Menu