Ad Code

Responsive Advertisement

চক্র - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Pdf

চক্র

- শীর্ষেন্দু মুখোপাধ্যায়



পুরোটা শেষ করলাম। বিস্তৃত এই উপন্যাস এ নেই কোন জটিল কাহিনীর ঘোরপ্যাঁচ, নেই কোন রোমহর্ষক ঘটনা। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা আমাদের আশেপাশের ই পরিচিত কোন গল্প। কিন্তু এরপরেও এক গভীর জীবন বোধ একটা দাগ কেটে দিবে অন্তরে। একটা অনুভূতির রেশ থেকে যাবে মনের গভীরে।
বেশ অনেক গুলো চরিত্র এই উপন্যাস এ। পারুল, অমল, পান্না, সোহাগ, মোনা, বিজু, ধীরেন, গৌরহরি, রসিক বাঙাল আরও অনেকে... কোন চরিত্রে কোন পক্ষপাতিত্ব করেন কি লেখক। সবার ভূমিকাই সমান। নেই কোন ভিলেইন বা কোন সুপার হিরো। প্রত্যেকের মধ্য দিয়েই এক গভীর জীবনবোধ এর ব্যপ্তি ঘটিয়েছেন লেখক। লেখক বোঝাতে চেয়েছেন, জীবন আসলে কষ্টের কিংবা আনন্দের নয়, জীবন গাঢ় অনুভবের। প্রেম অপ্রেমের মধ্যে বন্দী। লেখক বুঝিয়েছেন প্রাপ্তির চেয়ে তৃপ্তি ই মুখ্য বিষয়। লেখক প্রত্যেক চরিত্রের মধ্য দিয়েই প্রগাঢ় কোন বার্তা দিয়ে গেছেন তার সুনিপুণ লেখনশৈলী তে। সত্যিই! জীবন কত অমেয় চক্র সে গল্প বলেছে আশ্চর্য আন্তরিকতায়।   Click here to download

Post a Comment

0 Comments

Close Menu