|
আগাথা ক্রিস্টি |
আগাথা ক্রিস্টি (ইংরেজি: Agatha Christie) (১৫ই সেপ্টেম্বর, ১৮৯০ – ১২ই জানুয়ারি, ১৯৭৬) একজন ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক। তিনি ৮০টি রহস্য উপন্যাস লেখেন, যাদের মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল-এর (Miss Marple) কাহিনীগুলো অন্যতম। তাঁকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। তাঁর ডাকনাম "দ্য কুইন অফ ক্রাইম" (অপরাধ উপন্যাসের রাণী বা রহস্য সাম্রাজ্ঞী)। তাঁর লেখা অনেকগুলো রহস্য কাহিনী থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যেকোন ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারই কেবল তাঁর সমকক্ষ।
Agatha Cristie (আগাথা ক্রিস্টি)
- Agatha Cristie 50 (৫০টি গল্প)Pdf
- Best of Agatha Cristie (৩টি উপন্যাস).pdf
- A murder is announced(একটি খুনের ছক).pdf
- The Mousetrap(ফাঁদ) Pdf [Pdfarchive]
- Ordeal by Innocence(তাহলে কে?).pdf
- And then there were none (দ্বীপ বিভীষিকা)(ইউসুফ ফারুক). pdf
- আগাথা ক্রিস্টি গল্প সমগ্র ১: [Mediafire] [Pdfarchive]
- অগাথা ক্রিস্টি ৫০ → ডাউনলোড
- অগাথা ক্রিস্টি অমনিবাস ১ → ডাউনলোড
তাঁর রচিত বইয়ের প্রায় দুইশত কোটি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবলমাত্র বাইবেলই অধিকসংখ্যক বিক্রি হয়েছে। ইউনেস্কোর বিবৃতি অনুসারে তিনি একমাত্র লেখক যার রচনা সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনূদিত হয়েছে, ওয়াল্ট ডিজনী কর্পোরেশনের সম্মিলিত কাজই কেবল এ রেকর্ড ছাড়িয়েছে। ক্রিস্টির বই সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে।
0 Comments