Ad Code

Responsive Advertisement

সাজেশন: ৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষার গুরুত্বপূর্ণ ৩৮টি টপিক

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষার গুরুত্বপূর্ণ ৩৮টি টপিক।

বাংলাদেশ বিষয়াবলীর কিছু কমন টপিক এর বাহিরে আসবে না । অনেক পড়া দেখে ভয় পাওয়ার কিছু নেই! গুছিয়ে দিলাম একটি করে শেষ হবে আর লাল কালি দিয়ে কেটে দিবেন। মনে প্রস্তুতি প্রস্তুতি ভাব আসবে, না হলে কখনো পড়ে শেষ করতে পারবেন না । পড়ার সময় কোন টপিক কোন বই থেকে পড়লেন তা পৃষ্ঠা সহ টুকে রাখতে হবে, আলাদা করে খাতায় নোট করার দরকার নেই । -  সজল আহমেদ

  1. বিভিন্ন জেলার পূবের্র নাম ।
  2. ইউনিয়ন, থানা ,বিভাগ (সংখ্যা, অবস্থান আয়তন ) update জানতে হবে ( একটি আসবেই ) 
  3. বিভিন্ন দেশের বা সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ (সাল সহ কত তম অবস্থান জানতে হবে )
  4. বিভিন্ন সময় ঢাকার রাজধানী হওয়ার সময় ও শাসন আমল।
  5. চিরস্থায়ী বন্দোবস্ত ( বিস্তারিত পড়তে হবে )
  6. জাতীয় আয়ের ( source update )। জলবায়ু পরিবর্তন রিলেটেড তথ্য। 
  7. মুক্তিযুদ্ধ / ভাষা আন্দোলনের গান ,নাটক, ছবি এর লেখক সুরকার গীতিকার সম্পকে পড়তে হবে ।
  8. বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ট্রেনিং সেন্টার /বাহিনীর পদবি / প্রধানের নাম( প্রথম শেষ) police RAB BGB SSF etc . গঠন তারিখ সহ ।
  9. NOG ( BRAC ,গ্রামীণ ব্যাংক, প্রথম বেসরকারি ব্যাংক, বিভিন্ন ব্যাংকের সংখ্যা গভর্নর কত তম ? সম্পর্কে জানতে হবে ।
  10. বিভিন্ন কর্মসূচি চালুর সময় ( দারিদ্র বিমোচন, ৭ম পন্চ বার্ষিক পরিকল্পনা , প্রাইমারি শিক্ষা ,বয়স্কভাতা ,যৌতুক আইন . বিধবা ভাতা ) 
  11. বাংলা একাডেমি প্রবর্তনকৃত পুরস্কার / বাংলা পিডিয়া সম্পর্কে পড়তে হবে ।
  12.  অর্থনৈতিক প্রধান প্রধান খাতে বাজেট ( update পড়তে হবে ) 
  13. সুপ্রিম কোট , হাইকোর্ট, প্রধান বিচারপতি, এটর্নি জেনারেল (কে কত তম update সহ , সংবিধানের অনুচ্ছেদ)
  14. ঢাকা বিভাগসহ বিভিন্ন বিভাগে মধ্যে অবস্থানকৃত প্রাচীন স্থাপনা ( যেমন লালবাগ কেল্লা, আহসান mongel ইত্যাদি)
  15.  জাতিসংঘ (সদস্য পদ লাভ / কত তম সদস্য /প্রথম দেশ / সর্বশেষ দেশ কে ) 
  16. বাংলাদেশের ভৌগলিক অবস্থান, বিউটিফুল বাংলাদেশের পর্যটন স্পট, বাংলাদেশের কৃষিজ বনজ সম্পর্কে 
  17.  লর্ডদের অবদান: লর্ড কাজন, লর্ড ক্যানিং, ,লর্ড হাডিঞ্জ, লর্ড হোস্টিং , উইলিয়াম বেন্টিং (Bcs একটি আসবে এদের সম্পর্কে )
  18. Epz প্রথম, শেষ, ছোট বড় সরকারী বেসরকারি সংখ্যা । অর্থনৈতিক অন্চল। 
  19. বাংলাদেশে র বিভিন্ন বন্দর এবং এর পাশে ভারতের রাজ্যের অবস্থান সম্পর্কে 
  20. সাতজন বীরশ্রেষ্ট, তাদের উপাধি , কে কোন সেক্টরে যুদ্ধ করেছে , কার কি পদবি, কে কোথায় শহীদ হয়েছে ।কার কবর কোন ছিল জেলায় ( বিরাঙ্গনা সম্পর্কে update জানতে হবে ।)
  21.  ৭ই মার্চের ভাষন ,প্রথম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুজিব নগর সরকারের মন্ত্রী পরিষদ, শপদ গ্রহন তারিখ সহ .. ( Bcs একটি আসবেই )
  22. ছিটমহল সংখ্যা উভয় দেশের নিষ্পত্তির তারিখ সব ( update সহ)। সমুদ্র বিজয় 
  23.  বাংলাদেশকে স্বীকৃতি দান কারি দেশ প্রথম ( আরব/ মুসলিম তারিখ সহ )
  24.  জাতির জনকে উপাধি দেওয়া স্থান, ব্যাক্তির নাম ইত্যাদি ।
  25. পানি পথের যুদ্ধ কখন কার সাথে হয় ( প্রথম ,দ্বিতীয়, তৃতীয় সম্পর্কে )
  26.  আদম শুমারী, কৃষি শুমারী, প্রথম শুধু ইত্যাদি ।
  27.  ঈশ্বরচন্দ্র, রামমোহন, নজরুল, রবি ঠাকুর সম্পর্কে 
  28.  মুঘল আমলের স্থাপনা ও তার নির্মাতা তার রাজধানী (Bcs 1 ) 
  29.  বিভিন্ন ফসলের জাত, গবেষণা কেন্দ্র ( পূর্ণরূপ ) শুরুর তারিখ অবস্থান সহ।)
  30. ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের তারিখ ,ইতিহাস, ভিসি, নাথান কমিশন সম্পর্কে 
  31.  নির্বাচন ব্যাবস্থা প্রথম ও শেষ নির্বাচন কমিশনারের নাম । তত্রাবধায়ক সরকার সম্পর্কে ।
  32. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে কত তম ,হওয়া জন্য বয়স । প্রথম রাষ্ট্রপতি কে , প্রথম প্রধানমন্ত্রী কে ।
  33.  tv chanel সংখ্যা সরকারি বেসরকারি । বঙ্গবন্ধু -১উপগ্রহ ( update )জানতে হবে 
  34. লাহোর প্রস্তাব, বঙ্গভঙ্গ, সতীদাহ ।
  35. ফয়াজী আন্দোলন, ফকির বিদ্রোহ ।
  36.  গজ্ঞা চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, তিস্তা চুক্তি (bcs )1
  37. ভাষা আন্দোলন, মুক্তি যুদ্ধের সেক্টর কমান্ডার সম্পর্কে, পতাকা , প্রতীক , ভাষা সম্পর্কে
  38. pcs সম্পৃক্ত সংবিধানের ধারা ।(Bcs 1) মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ, সাংবিধানিকে পদ ও প্রতিষ্ঠান সম্পর্কিত অনুচ্ছেদ 
  39. উপজাতি, তাদের প্রধান অনুষ্ঠান, কোন জেলার কে বাস করে , মাতৃ প্রধান পরিবার পিতৃ প্রধান ইত্যাদি ।(Bcs)
  40. সারকারখানা, সংখ্যা, উত্পাদিত সার, ছোট বড় ।
  41. মহাস্থানগড়, পাহাড় পুর ,ময়নামতি ( মুঘল মৌয পাল আমল)
  42. নদী পদ্মা ,যমুনা, ( পদ্মা সেতু update )ফ্লাই ওভারের মেট্রোরেলের দৈঘ্য প্রস্থ স্প্যান সংখ্যা সাল সহ 
  43. বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ update Bcs 3 নম্বর আসবেই বেশিও হতে পারে ।)


আমার স্যার এভাবেই পড়তেন। ওনার থেকেেই শেয়ার করলাম একদিনে ৫টি করে টপিক শেষ করা যাবে । স্পিলিং মিসটেক হতে পারে এজন্য ক্ষমাপ্রাথী । N.B কারো ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন । আর কোন প্রশ্ন জানার থাকলে বলবেন এই অধম যথার্থ চেষ্টা করবে । ৪০তম সবার জন্য সুফল বয়ে আনুক ধন্যবাদ সবাইকে ।

Post a Comment

0 Comments

Close Menu