ইতিহাসের উপর উপন্যাস লেখা বরাবরই কঠিন। আর সেটা যদি যাকে ঘিরে ইতিহাসের ঘটনা রচিত হচ্ছে সেই চরিত্র কাহিনীর মুল উপজীব্য হয়, তাহলে কাজটা কত কঠিন তা বলার অপেক্ষা রাখেনা। আর এই কঠিন কাজ খুব সাবলীল ভাবে করেছেন আল্যেক্স রাদারফোর্ড । মোঘল সাম্রাজ্যের নায়কদের তিনি কলমের খোঁচায় করে তুলেছেন জীবন্ত। সিরিজের বইগুলো প্রাঞ্জল ভাষায় দক্ষতার সাথে অনুবাদ করেছেন সাদেকুল আহসান কল্লোল, এহসান উল হক, জেসি মেরী কুইয়া।
2 Comments
বাকী দুই টা বই এর পিডিএফ দিলে ভালো হয়
ReplyDeleteআপনাদের কে ধন্যবাদ, বাকি দুইটা বই দিতে পারলে ভালো হ।
ReplyDelete