হুমায়ুন আহমেদ এর আলোচিত উপন্যাস "কোথাও কেউ নেই" পড়ুন কম্পিউটার বা এন্ড্রুয়েডে|
বাকের ভাই কে চিনেন? নিশ্চয় সবাই এক বাক্যে বলবেন বাকের
ভাইকে চিনে না এমন কেউ আছে নাকি? হ্যা, এক সময় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বহুল আলোচিত ও জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই এর চরিত্র বাকের ভাই। সেসময়ে বাকের ভাই ও মোনা চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল। দর্শকরা বাকের ভাইয়ের যাতে ফাসি না হয় সে জন্য রাজপথে পর্যন্ত নেমেছিল।
১৯৮২ সালের ১২ই জুন বাকের ভাইয়ের মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৮৩ সনের শেষের দিকে মার্সিপিটিশন অগ্রাহ্য করা হয়। ১৯৮৫ সালের ১২ ই জানুয়ারি বুধবার বাকের ভাইয়ের প্রানদন্ড কার্যকর করা হয়।
বাকের ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঢাকার কেন্দ্রিয় করাগারে। মৃত্যুর পর মুনা তার লাশ গ্রহন করে।
সেই বাকের ভাই খ্যাত উপন্যাস কোথাও কেউ নেই আপনাদের জন্য নিয়ে আসলাম পিডিএফ আকারে।
তাহলে দেরি না করে সেই বাকের ভাই খ্যাত
ডাউনলোডের নিয়ম:প্রথমে কিছুক্ষন অপেক্ষা করুন অথবা ADD Skip করুন
0 Comments