লেখক: এম, এন, রায়
সাইজ: ১৩.৯ মেগাবাইট
ফরম্যাট: পিডিএফ
বই রিভিইউ:
"মানবেন্দ্রনাথ রায়ের ‘হিস্টরিক্যাল রোল অব ইসলাম’ বইটা পড়ে আমার চিন্তাভাবনা কেমন যেন ওলটপালট হয়ে গেল। আনন্দমোহন কলেজের কেরানি মোহিনী মোহন দে আমাকে এই বইটা পড়তে দিয়েছিলেন। এই বইটা পড়ে ইসলাম ধর্ম সম্পর্কে, হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আমি শ্রদ্ধায় অবনত হলাম।"
- যতীন সরকার
বইসংগ্রহ:
গ্রন্থ.কম
বইটা পড়ার আগেই অভদ্র ছাগল নাস্তিকদের প্রতিক্রিয়ার জবাব ও দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ।
নিচে উদ্বৃতি দেয়া হোল:
Syed Zamal
Pinaki Bhattacharya///পিনাকী দা, কেউ কিন্তু বলতেই পারে - মুহাম্মদ সাহেবের প্রতি এতো বেশী অনুগত হবার আগে সুন্নতে খতনা করা জরুরী ! খামোখা এতো ঝামেলা করে দরকার কি?
Pinaki Bhattacharya
Syed Zamalঠিক বলেছেন, যতীন স্যার কে এই বুদ্ধিটা দেন আগে। হাজার হোক কথাটা তো উনার ই?
0 Comments