উপন্যাস সমগ্র ০৭ - হুমায়ূন আহমেদ
যাদুকর এগিয়ে চলেছেন তাঁর সহজ পদচারনায়, আর তাঁর প্রতিটি পদপাতেই ছড়িয়ে পড়ছে অজস্র ফুলের হাসি। হাঁ, এমনি যাদুকরি মুগ্ধতা ছড়িয়ে হুমায়ুন আহমেদের এগিয়ে চলা । সাহিত্যের প্রতিটি অঙ্গনে তাঁর অবদান বিপুল অভিনন্দনে ধন্য। আর ।এভাবেই গড়ে উঠেছে হুমায়ুন-সাহিত্যের বিশাল সম্ভার। কেবল বাংলাদেশের সীমায়ই রয়, বিদেশেও তার উপন্যাস আগ্রহ সৃষ্টি করতে শুরু করেছে, সমাদৃত হচ্ছে অনুদিত হয়ে। প্রতি বছরই প্রকাশিত হচ্ছে তাঁর উপন্যাস সমগ্রের এক বা একাধিক খন্ড। এই ৭ম খন্ডে থাকছে;
অমানুষ
দারুচিনি দ্বীপ
দুই দুয়ারী
একজন মায়াবতী
আশাবরী
অনিল বাগিচীর একদিন
পাখি আমার একলা পাখি
দি একসরসিস্ট
DOWNLOAD
0 Comments