Ad Code

Responsive Advertisement

এখন তখন মানিক রতন মুহম্মদ জাফর ইকবাল.pdf

এখন তখন মানিক রতন মুহম্মদ জাফর ইকবাল মানিক আর রতন দুজনেই দুধরনের লোক।মানিক হচ্ছে কবি আর রতন হচ্ছে বিজ্ঞানী।দুজনের প্রথম দেখা হয় মানিকের বাস নষ্ট হয়ে যাওয়াই,রতনের কুংফু গাড়িতে ওঠতে হয়।একসময় বাবা গো মা মাগো বলে গাড়ি থামাতে হয় মানিককে।তারপর পুলিশদের সাথে কুংফু করে রতনের কুংফু গাড়ি। আরও মজার মজার যন্ত্র তৈরি করে রতন।যেমন মানিকের ঘুম ভাঙানোর জন্য লাফাতে পারা এলার্ম ঘড়ি! নাটবল্টু বা সফদর আলি কিংবা সায়রা বা অনিক লুম্বার মতোই চমৎকার একটা বই।।।জাফর স্যারের বই যারা পড়তে ভালোবাসো তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। যে বইগুলো আপনার আসলেই এড়িয়ে যাওয়া উচিত্‍ নয়:

Post a Comment

0 Comments

Close Menu