Ad Code

Responsive Advertisement

শরৎ উপন্যাস সমগ্র - শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় PDF BOOK

শরৎ উপন্যাস সমগ্র - শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় 




শরৎ সাহিত্য সমগ্র


রচয়িতা ঃ

প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।  ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর  দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জেলার নাম হুগলি এটি ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের । পাঁচ ভাই-বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়।তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। ন্যাঁড়া  ছিল শরৎচন্দ্রের ডাকনাম।শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় কেটেছিল ভাগলপুরেশ্বশুরবাড়িতে। তার সাহিত্যকর্মের জন্যে পাঠকের কাছে তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে কথিত হন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | wikipedia

উপন্যাস:

  • অরক্ষণীয়া
  • গৃহদাহ
  • চন্দ্রনাথ
  • চরিত্রহীন
  • দত্তা
  • দেনা-পাওনা 
  • দেবদাস
  • নববিধান
  • নিষ্কৃতি
  • পথের দাবী
  • পন্ডিতমশাই
  • পরিণীতা
  • পল্লী-সমাজ
  • বামুনের মেয়ে
  • বিপ্রদাস
  • বিরাজবৌ
  • বৈকুন্ঠের উইল
  • বড়দিদি
  • শুভদা
  • শেষ প্রশ্ন
  • শেষের পরিচয় (অসমাপ্ত উপন্যাস) 
  • শ্রীকান্ত

Post a Comment

1 Comments

Close Menu