তিন গোয়েন্দা বাংলাদেশের সেবা প্রকাশনী হতে প্রকাশিত জনপ্রিয় একটি কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ। তিন গোয়েন্দা সিরিজের ৩০০'র বেশি বই বেরিয়েছে। তন্মধ্যে মাত্র তিনটি উপন্যাস আর বাকি সবগুলোই বড় গল্প। উপন্যাসগুলো দুই খন্ডে প্রকাশিত হয়েছে আলাদা আলাদা বইতে। প্রতিটি বই পেপারব্যাকে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত এবং প্রজাপতি প্রকাশন থেকে প্রকাশিত বইগুলো হার্ডকভারে।
তিন গোয়েন্দা ভলিউম ১.১ [তিন গোয়েন্দা, কঙ্কাল দ্বীপ,রূপালী মাকড়সা]:
0 Comments