Ad Code

Responsive Advertisement

পল্লীকবি জসীম উদ্দিন এর বই সংগ্রহ pdf

পল্লীকবি জসীম উদ্দিন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের। তাঁর নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

কাব্যগ্রন্থ

* রাখালী (১৯২৭) → ডাউনলোড 
* নকশী কাথার মাঠ (১৯২৯) → ডাউনলোড 
* বালু চর (১৯৩০) → ডাউনলোড 
* ধানখেত (১৯৩৩)
* সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)  → ডাউনলোড 
* হাসু (১৯৩৮)
* রঙিলা নায়ের মাঝি(১৯৩৫)
* রুপবতি (১৯৪৬)
* মাটির কান্না (১৯৫১)
* সকিনা (১৯৫৯)
* সুচয়নী (১৯৬১)
* ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
* মা যে জননী কান্দে (১৯৬৩)  → ডাউনলোড 
* হলুদ বরণী (১৯৬৬)
* জলে লেখন (১৯৬৯)
* কাফনের মিছিল ((১৯৮৮)


নাটক

* পদ্মাপার (১৯৫০) → ডাউনলোড 
* বেদের মেয়ে (১৯৫১)
* মধুমালা (১৯৫১)
* পল্লীবধূ (১৯৫৬)
* গ্রামের মেয়ে (১৯৫৯)
* ওগো পুস্পধনু (১৯৬৮)
* আসমান সিংহ (১৯৮৬) → ডাউনলোড 

আত্মকথা

* যাদের দেখেছি ((১৯৫১)
* ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
* জীবন কথা ( ১৯৬৪)
* স্মৃতিপট (১৯৬৪)

উপন্যাস

* বোবা কাহিনী (১৯৬৪) → ডাউনলোড 

ভ্রমণ কাহিনী

* চলে মুসাফির (১৯৫২)
* হলদে পরির দেশে ( ১৯৬৭)
* যে দেশে মানুশ বড় (১৯৬৮)
* জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)

সঙ্গীত

* জারি গান (১৯৬৮)
* মুর্শিদী গান (১৯৭৭)

অন্যান্য

* বাঙালির হাসির গল্প
* ডালিমকুমার (১৯৮৬)





Post a Comment

0 Comments

Close Menu