রুবাইয়াত - ওমর খৈয়াম
ইরানের জীবনবাদী কবি ওমর খৈয়ামের রুবাই বা কবিতা অবলম্বনে এই অনুবাদগ্রন্থ রচনা করেন নজরুল। ১৯৫৯ সালের ডিসেম্বরে রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম গ্রন্থাকারে প্রকাশিত হয়। সৈয়দ মুজতবা আলী এর ভূমিকা লেখেন। জীবনবাদী ওমর খৈয়াম নজরুলকে খুব আকর্ষিত করেছিলেন।।এ অনুবাদে অত্যন্ত চমৎকার ভাষাভঙ্গি ব্যবহৃত হয়েছে। অন্যান্য
অনুবাদকারের চেয়ে নজরুলের অনুবাদ অনুভূতির পরশে, যথাযত শব্দের পারিপাট্যে উজ্জ্বল। তথ্য সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সোমিত্র শেখর।
DOWNLOAD ওমর খৈয়াম-রুবাইয়াৎ PDF
অনুবাদ: কাজী নজরুল ইসলাম
Download Click Here
Search Tags:
রুবাইয়াত কবিতা, রুবাইয়াত কি, রুবাইয়াত ই ওমর খৈয়াম কাজী নজরুল ইসলাম pdf, রুবাইয়াত এর উপর প্রবন্ধ, রুবাইয়াৎ ই ওমর খৈয়াম pdf download, ওমর খৈয়ামের দর্শন, রুবাইয়াত নামের অর্থ কি, ওমর খৈয়াম ও নজরুল অনুবাদ
0 Comments