Ad Code

Responsive Advertisement

৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত সকল গানিতিক সূত্র পিডিএফ


যেকোনো ধরণের পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্যই গণিতের ফর্মুলা বা সূত্র গুলো মনে রাখা জরুরি। ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেন সকল শ্রেণীর গণিত বই এর গুরুত্বপূর্ণ সূত্র গুলো পিডিএফ আকারে দেয়া হলো। যারা চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও বইটি অনুশীলন করতে পারেন। ধন্যবাদ। 

গণিতের সূত্র গুলো মনে রাখার পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অঙ্ক বেশি বেশি চর্চার মাধ্যমে গণিতে পারদর্শী হওয়া সম্ভব, সেই উদ্দেশ্য কে সামনে রেখে এই পোস্টটি শেয়ার করছি। 
এছাড়াও গণিতের শর্টকাট গুলো জেনে নিলে দ্রুত সাফল্য অর্জন সম্ভব গণিতের শর্টকাট Download
এখন গণিতের সূত্র আর বই খুঁজে খুঁজে বের করা লাগবেনা । ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিত -এর সকল সূত্র এখন  pdf ফাইল হিসেবে দেখতে এবং  প্রিন্ট করতে পারবেন । এতে রয়েছে বর্গ, ঘন, গুণ, উৎপাদক, মান নির্ণয়, সূচক, লগারিদম, ধারা, ত্রিকোণমিতি, পরিমিতি ও ভেক্টরের সূত্রাবলী । নিচের থেকে এটি  বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন -Click Here


গণিতের হাজার হাজার সুত্র একটি মাত্র বাংলা PDF বইয়ে - ফ্রিতে এখুনি ডাউনলোড করে নিন 

সকল ছাত্র ছাত্রী বন্ধুদের জানাই আন্তরিক প্রিতি ও সুভেছা। তোমরা যারা গণিত নিয়ে দুশ্চিন্তায় আছো বা যারা আরও বেশী গণিতে Expert হতে চাও তাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটি Pdf Book (যা বাংলায় লিখা) এর download link share করছি, বইটিতে সহস্রাধিক গাণিতিক সূত্র রয়েছে, পাটিগণিত, সংখ্যা সেট, বীজগনিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর সহ আরো অনেক সূত্র রয়েছে। বন্ধুদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।



Post a Comment

0 Comments

Close Menu