বই রিভিউ: “2 States –The Story of my Marriage” - Chetan Bhagat
পৃষ্ঠা সংখ্যা ঃ ২৬৯
বইতে লেখা দাম ১৪০ রুপি (১৭৫ টাকা প্রায়ই)এবং আমি ১৪০ রুপিতেই কিনেছি
(৩) বইটি আমা্র দিল্লী এয়ারপোর্ট থেকে কেনা গত রোযা্র ঈদে
(৪) প্রকাশনী ঃ রুপা পাবলিকেশন , দিল্লী
ইন্ডিয়ান লেখক Chetan Bhagat এর না্ম ইতিমধ্যেই অনেকে শুনেছেন । তা্র বই “3 mistakes of my life” নিয়ে ইতিমধ্যে একটা ইন্ডিয়ান সিনেমা নির্মিত হয়েছে যা্র না্ম “Koi po che”।যাইহোক যে বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা্র না্ম হলো “2 States -The story of my Marriage”।অনেকেই হয়তো পড়ে ফেলেছেন বইটা ।বইটা আসলে লেখকের নিজের জীবনের কাহিনীর আলোকে লিখা।
বইটির মুল উপজীব্য হলো ইন্ডিয়ার দুই ভিন্ন স্টেট এর ছেলে মেয়ের প্রেম যাদের প্রথা,সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ।এ গল্প শুরু হয় যখন IIMA (Indian Institutes of Management, Ahmedabad) তে MBA করতে আসা পাঞ্জাব প্রদেশের ছেলে কৃশের অনাকাংক্ষিতভাবে পরিচয় ঘটে গুজরাট প্রদেশের চেন্নাই এর তা্মিল মেয়ে অনন্যার সাথে,লেখকের ভাষা্য় “Ananya Swaminathan-best girl in the fresher batch”। অতঃপ্র বন্ধুত্ব, অভিমা্ন, প্রেম।দুই বছর পড়া শেষে দুজনই যখন তাদে্র আকাঙ্খিত চাকরি পেয়ে যা্য় ,তখন শুরু হয় তাদের জীবনের কঠি্নতম সময় । দুজনেই উঠে পড়ে লাগে কিভাবে দুই ফ্যামিলিকে এক করা যা্য় । কিন্তু এ প্রচেষ্টা করতে গিয়ে তা্রা বুঝে যে ব্যাপা্রটা কত কঠিন।আলাদা রাজ্য,সংস্কৃতি,বর্ণ,খাদ্যভ্যাস সর্বোপরি আত্নীয়স্বজন হয়ে উঠে বড় বাধা । সমস্যা আরো প্রকট হয়ে উঠে যখন অনন্যাও কৃশকে ভুল বোঝা শুরু করে।এত বাধা্বিপত্তি পেরিয়ে আদৌ কি কৃশ আর অনন্যা তাদের লাভ স্টোরিকে লাভ ম্যারেজে রুপা্ন্তর করতে পা্রবে ? জানতে হলে পড়ুন “2 States –The story of my Marriage”।
গল্পের মুল বিষয় খুব আনকমন কিছু না ।এরকম কাহিনি আমরা আগেও শুনেছি । কিন্তু এত সাদামাটা উপজীব্যকেও লেখক অত্যন্ত সুন্দর সহজ সরল ভাষায় ফুটিয়ে তুলেছেন আর এটাই লেখকের সার্থকতা । অনন্যাকে পাবা্র জন্য কৃশের চেষ্টা আপনা্র মন ছুয়ে যাবে, কৃশের সাথে তা্র বা্বা্র মনোঃসংঘা্ত আপনাকেও ক্ষুব্দ করবে,যৌতুক নামি উপহার দেয়া নেয়ার এর মত গর্হিত প্রথা্র বিরুদ্ধে অনন্যা্র প্রতিবাদ আপনার ভালো লাগবে ।
A.R Rahman এর ভাষায় বলতে গেলে বলতে হয় “Many writers are successful at expressing what’s in their hearts or articulating a particular point of view.Chetan Bhagat’s books do both and more”.
0 Comments