Ticker

50/recent/ticker-posts

কিভাবে আনুতোষিক/গ্রাচ্যুইটি, পেনশন ও ল্যামগ্রান্ড হিসাব করবেন?

কিভাবে আনুতোষিক/গ্রাচ্যুইটি, পেনশন ও ল্যামগ্রান্ড হিসাব করবেন?

--------------------------------
প্রিয়
সরকারী /আধা সরকারী /সায়ত্বশাসিত/সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,
আপনারা চাকুরী জীবনে ন্যায়ের সহিত দায়িত্ব পালনের পাশাপাশি কর্মজীবনে ও চাকুরী শেষে কি কি সুবিধা পাবেন ইত্যাদি বিষয় জানার আগ্রহ থাকে।।চাকরী ধরন অনুযায়ী সাধারনত এই সুবিধা নির্ধারিত হয়ে থাকে।সাধারনত একজন সরকারী চাকরি জীবী ল্যামগ্রান্ড,আনুতোষিক/গ্রাচুইটি ও পেনশন সুবিধা পেয়ে থাকেন।।আজ কিভাবে পেনশন, ল্যামগ্রান্ড ও আনুতোষিক হিসাব বের করতে হয়, সেই বিষয় আপনাদের সামনে কিছু লিখার আগ্রহ প্রকাশ করলাম। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে তুলে ধরলাম।।
----------------------------------
উদাহরণ-১। রহিম সাহেব ০৫/১২/১৯৯০ তারিখে চাকরিতে যোগদান করেছেন।।তিনি ০১/০৬/২০১৮ তারিখে অবসর গমন করবেন।।তিনি মোট চাকরি করেছেন ২৭ বছর ৫ মাস ১৭ দিন।তিনি বিনা বেতনে কোন ছুটি ভোগ করেননি।।তার সর্বশেষ আহরিত মুল বেতন ৪৪,০১০/- তাহলে তার প্রাপ্য মাসিক পেনশন, লামগ্রান্ড ও আনুতোষিক কত টাকা পাবে?
-----------------------------------
# ১নং প্রশ্নঃ পেনশন কি? পেনশন এর সূত্র লিখ? রহিম সাহেব মোট পেনশনের কত শতাংশ পাবেন এবং তার প্রত্যেক মাসে পেনশন কত টাকা পাবে?
# ১ নং উত্তর: i) পেনশনঃ পেনশন হল সরকারি চাকুরি জীবীরা অবসরের পর, প্রত্যেক মাসে যে টাকা বা যে বেতন পায় সেইটাই হল পেনশন।। এই টাকা মরার আগ পর্যন্ত দিয়ে থাকে সরকার।।
ii) পেনশন হিসাব করার পদ্ধতিঃ সর্বশেষ মূল বেতন x সর্বমোট চাকুরির জন্য পেনশনের নির্ধারিত হার (%) ÷ ২।।
iii) রহিম সাহেব মোট পেনশনের ৯০% পাবেন, (কারন রহিম সাহেব ২৫ বছরের বেশি চাকুরি করার কারনে তার পেনশনের হার হয়েছে ৯০% যা টেবিল থেকে পাই ২৫ বছর বা তার বেশি চাকুরিকাল এর জন্য ৯০%)
সর্বশেষ মূল বেতন বলতে রহিম সাহেবের চাকুরি জীবনের শেষ বেতনটা যা দেওয়া আছে ৪৪,০১০ টাকা। সর্বমোট চাকুরির জন্য পেনশনের নির্ধারিত হার = ৯০% (যা টেবিল থেকে পাই), চিকিৎসা ভাতা = ১৫০০(৬৫ বছরের উর্ধ্বে হলে ২৫০০),
iv) রহিমের মাসিক পেনশন = [(৪৪০১০ x ৯০%) ÷ ২] + ১৫০০ টাকা।
= [৩৯৬০৯ ÷ ২] + ১৫০০ টাকা
= ১৯৮০৪.৫ + ১৫০০ টাকা
= ২১৩০৪.৫ টাকা
----------------------------------
# ২নং প্রশ্নঃ ল্যামগ্রান্ড কি?ল্যামগ্রান্ড হিসাব বের করার পদ্ধতি কি? রহিম সাহেবে কত টাকা এককালিন ল্যামগ্রান্ড পাবেন?
২নং উত্তর:i)ল্যামগ্রান্ড :চাকুরী শেষে সর্বশেষ মূলবেতন এর সাথে অর্জিত ছুটি গুন করে যাহা পাওয়া যায় তাই ল্যামগ্রান্ড।।
ii) ল্যামগ্রান্ড হিসাব=চাকুরিতে সর্বশেষ মূলবেতন x চাকুরিতে অর্জিত ছুটি (সর্বোচ্চ ১৮ মাস)।।
সুতরাং ক্যালকূলেশন করলে বের হয়, ৭ লক্ষ ৯২ হাজার ১৮০ টাকা।
iii)সুতরাং লামগ্যান্ড পাবেন = ৪৪০১০ x ১৮ টাকা
= ৭,৯২,১৮০ টাকা।
-------------------------------------
# ৩নং প্রশ্ন : অানুতোষিক/গ্রাচ্যুইটি কি? আনুতোষিক এর সূত্র? রহিম সাহেবে কত টাকা এককালিন আনুতোষিক পাবেন?
৩ নং উত্তর :i) আনুতোষিকঃ আনুতোষিক বা গ্যাচুইটি সম্পের্কে আমার কম বেশি সকলেই জানি, তারপরও বলি , আনুতোষিক হচ্ছে সরাকরি চাকুরিজীবীরা এককালীন যে পরিমান টাকা পায় সেইটাই হচ্ছে আনুতোষিক।।
ii)অানুতোষিক হিসাব সূত্র : (সর্বশেষ মুল বেতন x শতকরা হার) ÷ ২ x বাধ্যতামুলক সমর্পিত অানুতোষিক।।
[বাধ্যতামুলক সমর্পিত আনুতোষিক = ২৩০ (আনুতোষিক বাধ্যতামুলক টেবিল থেকে দেখা যায় যে কারও যদি ৫ বছর বা ১০ বছরের কম চাকুরিকাল হলে বর্তমানে ১ টাকার বিপরীতে দেওয়া হয় ২৬৫ টাকা যা আগে ছিল না, তারপর ১০ বছর বা ১৫ বছরের কম হলে বর্তমানে দেওয়া হয় ২৬০ টাকা যা আগে ছিল ২৩০ টাকা এবং ১৫ বছর বা ২০ বছরের কম চাকুরিকাল হলে বর্তমানে দেওয়া হয় ২৪৫ টাকা যা আগে ছিল ২১৫ টাকা , ২০ বছর বা তারও বেশি চাকুরিকাল হলে বর্তমানে দেওয়া হয় ২৩০ টাকা যা আগে ছিল ২০০টাকা । অর্থাৎ রহিম সাহেব ২৭ বছর চাকুরি করেছেন, তাই তিনি এই টেবিল থেকে রহিম সাহেব ২৩০ পায়)]
iii)সুতারাং-আনুতোষিক= [(৪৪০১০ x ৯০%) ÷ ২] x ২৩০
= [৩৯৬০৯ ÷ ২] x ২৩০
= ১৯৮০৪.৫ x ২৩০
= ৪৫,৫৫,০৩৫ টাকা
৪৫ লক্ষ ৫৫ হাজার ৩৫ টাকা । যা রহিম সাহেব এককালিন পেয়ে থাকবে।
সুতারাং রহিম সাহেব চাকরী শেষে মোট ৫৩ লক্ষ ৪৭ হাজার ২শত ১৫ টাকা পাবেন।।

Post a Comment

0 Comments