Ad Code

Responsive Advertisement

হুমায়ূন নামা

নিউইয়র্কে হুমায়ূন দম্পতি হঠাৎ পড়ে গেলেন বিপাকে। অনেক রাতে তাঁদের জন্য ঘরের ব্যবস্থা হলো। জানানো হলো, গনখাবারের ব্যবস্থা আছে। কুপন দেখিয়ে খেতে হবে। কোনো এক প্রতিষ্ঠান খাবার স্পন্সর করছে। কোথায় গিয়ে খাবে, কুপনই বা কোথায় পাবে, কিছুই জানা নাই হুমায়ূন দম্পতির। বাকিটা উনার বক্তব্যে শোনা যাক।
শাওন বলল, ' চল বাইরে চলে যাই। ম্যাকডোনাল্ডের হ্যামবার্গার খেয়ে আসি।


আমি খুব উৎসাহ বোধ করছি না। প্রথমত, রাত অনেক হয়েছে। দ্বিতীয়ত, নিউ ইয়র্ক খুব নিরাপদ শহর নয়।
আমাদের বিপদ থেকে উদ্ধার করলেন ব্যান্ড তারকা জেমস। নিজেই খাবার এনে দিলেন আর কিছু লাগবে কি-না অতি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন। আমি তাঁর ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলাম। তাঁকে বললাম,
' আপনার মা নিয়ে গাওয়া গানটা শুনেছি। মা নিয়ে সুন্দর গান করলেন, শাশুড়িকে নিয়ে গান নেই কেন? প্রায় ক্ষেত্রেই দেখা গেছে, শাশুড়িরা জামাইকে মায়ের চেয়েও বেশি আদর করে। '
আমার কথা শুনে ঝাঁকড়া চুলের জেমস কিছুক্ষন আমার দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে হঠাতই হোটেল কাঁপিয়ে হাসতে শুরু করলেন। এমন প্রানময় হাসি আমি অনেক দিন শুনি নি। "
' উঠোন পেরিয়ে দু পা ' বই হতে সংগৃহীত।

Post a Comment

0 Comments

Close Menu