Ad Code

Responsive Advertisement

বুক রিভিইউ: আমাজনিয়া - রাকিব হাসান

বইয়ের নাম- আমাজনিয়া
লেখক- জেমস রলিন্স
স্পয়লার আছে।
আমাজনিয়া
আমাজনিয়া

এই লেখক ভদ্রলোকের লেখায় চুম্বকের চেয়েও কোনো পদার্থ আছে আমি নিশ্চিত। মনে হচ্ছে সেটা ইয়াগা'র আঠা।

যারা বইটা পড়েছেন তারা বুঝে গেছেন আমি বইটার মধ্যে কতটা ডুবে গেছি। গতকাল পড়ে শেষ করলাম তারপরেও মাথায় শুধু প্রকৃতি,আমাজন আর ব্যান-আলি গোত্রের মানুষজন ঘুরছে।
আসলেই কি আমাজনের গভীর জঙ্গলে এমন কোনো গাছ আছে যা ধীরে ধীরে মানুষের উপর প্রভাব বিস্তার করছে?
ক্যান্সার,এইডস এইসব দুরারোগ্য রোগ সারাবার উপায়ও কি এই জঙ্গলেই লুকিয়ে আছে? আছে কি যেকোনো মহামারী থামিয়ে দেওয়ার প্রতিষেধক?
কাহিনী সংক্ষেপ: চারবছর আগে গবেষকদলের সাথে হারিয়ে এক হাত কাটা সিআইএ এজেন্টের হঠাৎ আবির্ভাব,তাও আবার সম্পূর্ণ নতুন হাত নিয়ে!তবে মৃত!গায়ে তার হরেকরকমের উল্কি!
শামানের কাছ থেকে জানা গেলো সেটা গভীর জঙ্গলের গোত্র ব্লাড জাগুয়ার ব্যান-আলির চিহ্ন।
তদন্ত কমিটি গঠন হতেই সেখানে দেখা মিলল নাথান র‍্যান্ডের যে কিনা গবেষক কার্ল র‍্যান্ডের ছেলে। দশজন রেঞ্জার আর সাথে আরো কয়েকজনকে নিয়ে অভিযানে চলল আমাজনের জঙ্গলে। নাথানের বাবাকে কি খুঁজে পাবে সে?বাইরের পৃথিবীতে যে মহামারী ছড়িয়ে পড়েছে তার প্রতিষেধক বের করতে পারবে??
বাকি অংশ জানতে পড়ে ফেলুন এ

Post a Comment

0 Comments

Close Menu