Ad Code

Responsive Advertisement

আবদুল মান্নান সৈয়দ সমগ্র PDF

আবদুল মান্নান সৈয়দ (জন্মসূত্রে নাম: সৈয়দ আবদুল মান্নান) (৩ আগস্ট ১৯৪৩ - ৫ সেপ্টেম্বর২০১০বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। তিনি ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নজরুল ইন্সটিটিউটেরনির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "পোয়েট ইন রেসিডেন্স" ছিলেন। বিংশ শতাব্দীর ষাট দশক থেকে বাংলা সমালোচনা-সাহিত্যে তাঁর গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের উপর তাঁর উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। তিনি  ফররুখ আহমদসৈয়দ ওয়ালীউল্লাহমানিক বন্দ্যোপাধ্যায়বিষ্ণু দে,  সমর সেন,  বেগম রোকেয়া,  আবদুল গনি হাজারী,  মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখ কবি-সাহিত্যিক-সম্পাদককে নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই পরিচিত ছিলেন।




আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা

ছর পঁচিশের (১৯৬১-৮৬) কবিতাচর্চার ধারাবাহিক একটি পরিচয় রইলাে এই সংগ্রহে।
তাঁর প্রথম কবিতাগ্রন্থ “জন্মান্ধ কবিতাগুচ্ছ”-এ কবিতা গৃহীত হয়েছিলাে ১৯৬১ থেকে। 'সােনার হরিণ' তারও আগেকার, তাঁর প্রথম প্রকাশিত কবিতা— অবিকল রাখা হলো। আর-সব কবিতাও তাই খুব সামান্য ছাড়া পরিশােধন করেননি তিনি। কবিতার পরিশােধনে তিনি বিশ্বাস করেন না। 'কাব্যনাট্য' শিরােনামে যে-তিনটি রচনা গৃহীত হলাে, সেখানে কালের ক্রমভঙ্গ করা হয়েছে। ‘বিশ্বাসের তরু’ কাব্যনাট্যের বেতারে সম্প্রচারিত পাঠ এখানে মুদ্রিত – মূল পাঠ “নির্বাচিত কবিতা" গ্রন্থে ধরা আছে। ১৯৮৫ সালে প্রায় অধিকৃতভাবে লিখেছিলেন একগুচ্ছ সনেট, তা থেকে বিয়াল্লিশটি সনেট এখানে আশ্রয় পেলাে। তার পরের দুটি কবিতা, ১৯৮৬ সালে লেখা, ‘পরবর্তী কবিতা’ নামে ছাপা হলাে। 'একীর্ণ কবিতা' বিভিন্ন সময়ের অগ্রন্থিত কবিতার একটি। গুচ্ছ। সংগ্রহভুক্ত করতে গিয়ে দেখা গেলাে মাঝে-মাঝেই কবিতা লিখেছেন ‘তুমি' নামে, আলাদা করার জন্যে সংখ্যক্রমে চিহ্নিত করা হলাে এগুলিকে। বলা বাহুল্য, এগুলাে কবিতা হিশাবে প্রত্যেকটি স্বতন্ত্র ও স্বরাট। ‘শ্রেষ্ঠ কবিতা' নামটি প্রচলিত অর্থেই ব্যবহার করা হয়েছে এখানে। শ্রেষ্ঠ কবিতা সমগ্র কবিতাসংগ্রহ নয়—কবির পরিচয় তার। সমগ্র কবিতায় এমনকি সমগ্র রচনায়। আর এ একজন চলিষ্ণু কবিরই চলিষ্ণুতার একাংশ। স্রোত, কিন্তু সম্পূর্ণ নদী নয়। এসব দিক থেকে এ বই অসম্পূর্ণ। এই সঞ্চয়িতায় আছে কেবল কবিতালিপ্ত একজনের পঁচিশ বছরের আবেগী মননী হৃদয়ের উৎসারণ, পৃথিবীতে এই সংক্ষিপ্ত কিন্তু আশ্চর্য ভ্রমণের একটি কৃতজ্ঞ আম্র শ্রদ্ধার্ঘ্য।



Post a Comment

1 Comments

  1. Give me the direct link of Abdul Mannan Sayeds books...plz

    ReplyDelete

Close Menu