ইতিহাস ও রাজনীতির ইতিহাসের মধ্যে পার্থক্য রয়েছে। ইতিহাস বলতে তার মধ্যে রাজার ইতিহাস, প্রজার ইতিহাস, শিক্ষা সংষ্কৃতির ইতিহাস, রাজনীতির ইতিহাস ইত্যাদি ইত্যাদি। সুতারাং রাজনীতির ইতিহাস ইতিহাসের খন্ডিত চিত্র।
বাংলার চতুর্দশ শতক অর্থাৎ ১৮৯৩ থেকে ১৯৯৩ সাল, এই এক শতকের খন্ডিত চিত্র আঁকা হয়েছে এই বইটিতে।
একশ' বছরের রাজনীতি
লেখক - আবুল আসাদ
0 Comments