বিশ্বের সমস্ত জাতির উন্নতি হয়েছে, আদিবাসীরাও আজ উন্নত, কিন্তু একমাত্র মুসলমান জাত টাই পিছনে পরে খাবি খাচ্ছে----- কেন?? এই বইগুলো ও তার লেখক আর ফেসবুকের পাতি লেখকদের মধ্যে কোন ফারাক দেখতে পেলাম না--- একজায়গায় এসে আপ্নারা শেষ করেন... ইসলাম প্রচার ই যার মদ্দাকথা্,বড় হাসি পায় ভাই------ আপনাদের দিয়ে সত্যি ই কিছু হবে না।। আমার কমেন্ট একটু ডীপলী ভেবে দেখুন। যদি তাতে দুঃখী হন্, তার জন্নে আমি দুঃখিত-----
‘‘কিন্তু একমাত্র মুসলমান জাত টাই পিছনে পরে খাবি খাচ্ছে----- কেন?’’ ওয়েল বলতাছি।কারণ তাঁরা কখনো কারো পা চাটতে পারেন নাই।উন্নতি যারা করছেন ব্রিটিশগো পরে তাঁরা পা চাইটাই করছেন।প্রায় ২০০-২৫০ বছর আগে অন্য জাতীগোষ্ঠী হিন্দুদের জাত মূর্খ ভাবতেন(ইতিহাস বলছি। হিন্দুগো ছোট করতে না।) হিন্দু হিসাবে আপনে নিজেরে বড় যখন করতে আসছেন সেহেতু নিজেগো ইতিহাসটা একটু চর্চা কইরা আসেন। এমন কোন ধর্ম নাই যা প্রচার করা হয়না।পৃথিবীতে সবচেয়ে বেশি যারা ধর্মপ্রচার করে তারা হইলো চার্চ।খ্রিস্টান চার্চ হাজার কোটি ডলার ব্যয় করে ধর্ম প্রচারে। RSS, শিবসেনারা ধর্ম প্রচার করে, এখন সেইটা যদি মানুষ না গ্রহণ করে তাইলে তাগো ধর্ম প্রচারের কথা মিডিয়ায় প্রচার করবে কি বাল? RSS এর গরুর মুত বিক্রি(গরুর মুতে ক্যানসার নিরাময়,গরুর গু'তে পরমাণু বোমা প্রতিরোধ) ইত্যাদি শুইনা কি আপনের খলখল কইরা হাসি পাইছিলো কখনো? আর আপনে এই লেখকের বই কি আদৌ পড়ছেন নাকি নাক জাগাইয়া নিজেরে শিরু খা জাহির করতে আসছেন? আপনে ব্যথা পাইলে তার জন্যও দুঃখিত আমি।
7 Comments
Sabas!!!
ReplyDeleteAasalamu alaikum ji
ReplyDeleteবিশ্বের সমস্ত জাতির উন্নতি হয়েছে, আদিবাসীরাও আজ উন্নত, কিন্তু একমাত্র মুসলমান জাত টাই পিছনে পরে খাবি খাচ্ছে----- কেন?? এই বইগুলো ও তার লেখক আর ফেসবুকের পাতি লেখকদের মধ্যে কোন ফারাক দেখতে পেলাম না--- একজায়গায় এসে আপ্নারা শেষ করেন... ইসলাম প্রচার ই যার মদ্দাকথা্,বড় হাসি পায় ভাই------ আপনাদের দিয়ে সত্যি ই কিছু হবে না।। আমার কমেন্ট একটু ডীপলী ভেবে দেখুন। যদি তাতে দুঃখী হন্, তার জন্নে আমি দুঃখিত-----
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete‘‘কিন্তু একমাত্র মুসলমান জাত টাই পিছনে পরে খাবি খাচ্ছে----- কেন?’’
Deleteওয়েল বলতাছি।কারণ তাঁরা কখনো কারো পা চাটতে পারেন নাই।উন্নতি যারা করছেন ব্রিটিশগো পরে তাঁরা পা চাইটাই করছেন।প্রায় ২০০-২৫০ বছর আগে অন্য জাতীগোষ্ঠী হিন্দুদের জাত মূর্খ ভাবতেন(ইতিহাস বলছি। হিন্দুগো ছোট করতে না।) হিন্দু হিসাবে আপনে নিজেরে বড় যখন করতে আসছেন সেহেতু নিজেগো ইতিহাসটা একটু চর্চা কইরা আসেন। এমন কোন ধর্ম নাই যা প্রচার করা হয়না।পৃথিবীতে সবচেয়ে বেশি যারা ধর্মপ্রচার করে তারা হইলো চার্চ।খ্রিস্টান চার্চ হাজার কোটি ডলার ব্যয় করে ধর্ম প্রচারে। RSS, শিবসেনারা ধর্ম প্রচার করে, এখন সেইটা যদি মানুষ না গ্রহণ করে তাইলে তাগো ধর্ম প্রচারের কথা মিডিয়ায় প্রচার করবে কি বাল? RSS এর গরুর মুত বিক্রি(গরুর মুতে ক্যানসার নিরাময়,গরুর গু'তে পরমাণু বোমা প্রতিরোধ) ইত্যাদি শুইনা কি আপনের খলখল কইরা হাসি পাইছিলো কখনো?
আর আপনে এই লেখকের বই কি আদৌ পড়ছেন নাকি নাক জাগাইয়া নিজেরে শিরু খা জাহির করতে আসছেন?
আপনে ব্যথা পাইলে তার জন্যও দুঃখিত আমি।
Ashoke Dass APNI PROMAN KORE DILEN APNI SOTTO KE OSIKAR KOREN MANE AAPNI AKJON DALAL
DeleteSuvesha Sajal Ahmed vai ke, Sothik jobab ta deyar jonno
ReplyDelete